সিনেমাপ্রেমীদের জন্য দারুন খবর! আবারও বড়পর্দায় ফিরবে শাহরুখ কাজল জুটির DDLJ ম্যাজিক

বলিউডের বাদশাহ শাহরুখ খান ও কাজলের (Shahrukh Khan Kajol) জুটি নব্বইয়ের দশক থেকে আজও সকলের কাছে প্রিয় হয়ে রয়েছে। সুপারহিট সমস্ত ছবিতে শাহরুখ কাজলের রোমান্স আজও প্রেমে নস্টালজিক করে তোলে সকলকে। আজ থেকে ২৭ বছর আগে রিলিজ হয়েছিল ‘দিল ওয়ালে দুলহানিয়া লকে জায়েঙ্গে’ (DDLJ) সিনেমা। যেটা আজও অনেকের কাছে সেটা ছবি। এবার সেই ম্যাজিক আবারও ফিরতে চলেছে পর্দায়।
হ্যাঁ ঠিকই দেখছেন দু দশক পরে আবারও পর্দায় ফিরছে শাহরুখ কাজল জুটি। যেমনটা জানা যাচ্ছে বলিউডের পরিচালক করণ জোহরের (Karan Johar) হাত ধরেই আবারও জুটি বাঁধছেন দুজনে। ইতিমধ্যেই অনেকেই ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবির কথা শুনেছেন। ছবিতে মূল নায়ক ও নায়িকার চরিত্রে দেখা যাবে রণবীর সিং ও আলিয়া ভাটকে।
তবে মজার টুইস্ট হল এই ছবিতেই একটি গানের মাঝে দেখা যাবে শাহরুখ কাজলকে। এই খবর জানার পর শাহরুখ ফ্যানেরা বেশ খুশি হয়ে গিয়েছে। কারণ সেই আইকনিক জুটিকে আবারও দেখা যাবে পর্দায়। ছবিটি নিয়ে বেশ আশাবাদী করণ জোহর নিজেও।
অবশ্য শুধু শাহরুখ কাজল নয়, সাথে জয়া বচ্চন, শাবানা আজমি,ধর্মেন্দ্র থেকে বা বাঙালি অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলিকেও দেখা যাবে। অর্থাৎ দর্শকদের জন্য একেবারে ভরপুর বিনোদনের প্যাকেজ তৈরির চেষ্টা করছেন করণ জোহর। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির পর এই ছবিতেই পরিচালকের ভূমিকায় দেখা যাবে করণ জোহরকে।
প্রসঙ্গত, বর্তমানে শাহরুখ খান বেশ ব্যস্ত রয়েছেন। বর্তমানে পাঠান ছবি নিয়ে জোরকদমে কাজ চলছে। এছাড়াও কিছুদিন আগেই রাজকুমার হিরানির সাথে ‘ডানকি’ ছবির ঘোষণা করেছেন কিং খান। সাথে দক্ষিণী অভিনেতা কমল হোসেনের থেকে ‘হে রাম’ ছবির স্বত্ব কিনে রেখেছেন তিনি। সুতরাং হয়তো অদূর ভবিষ্যতে ‘হে রাম রিমেক’ দেখা যেতে পারে।