বড়ো পর্দায় রোমান্সে তিনিই এক নম্বর, ফের বোঝালেন শারুখ খান

অভিনেত্রী নয়নতারা সঙ্গে শাহরুখের এই গানে অসাধারণ পারফরম্যান্স দেখে মুগ্ধ তার ভক্তরা। যেন তারা চোখ ফেরাতেই পারছেন না।

কিং অফ দ্যা রোমান্স বলা হয় শাহরুখ খানকে। তার বয়স প্রায় ৫৭ বছর। কিন্তু আজও তিনি সকল ভক্তদের কাছে যেন এক তরুণ। বেশ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল পাঠান। যার রীতিমতো হিট হয়েছে। ভক্তরা দলে দলে গেছে সিনেমা হলে। এবার আবারো একটা ছবি আসতে চলেছে শাহরুখের। ছবিটির নাম হল ‘জওয়ান’। তবে এই ছবির আপাতত ট্রেলার আর দুটো গান রিলিজ হয়েছে। আজ মুক্তি পেল এই ছবি দ্বিতীয় গান ‘চলেয়া’। অভিনেত্রী নয়নতারা সঙ্গে শাহরুখের এই গানে অসাধারণ পারফরম্যান্স দেখে মুগ্ধ তার ভক্তরা। যেন তারা চোখ ফেরাতেই পারছেন না।

‘চলেয়া’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং। আরও একবার শাহরুখের ছবিতে তিনি গান করলেন। এর আগে পাঠান ছবিতে ‘ঝুমে জো পাঠান’ গেয়ে ভক্তদের মাতোয়ারা করেছিলেন। আরো একবার অরিজিতের এবং শাহরুখের অনবদ্য জুটিতে মাতোয়ারা ভক্তরা। অরিজিৎ সিং ও শিল্পা রাও-এর সুরের জাদুতে শাহরুখ ও নয়নতারার রোমান্স যেন গাঢ় হয়ে গেছে। ‘জওয়ান’ ছবিটির মিউজিকের দায়িত্বভার সামলাচ্ছেন অনিরুদ্ধ রবিচন্দর। আর গানে গীতিকার কুমার। তবে এই ছবির দ্বিতীয় গান অর্থাৎ চলেয়াতে নৃত্য পরিচালনা করছেন শাহরুখের কাছের বান্ধবী ফারহা খান।

Chaleya,Jawan,Shahrukh Khan,Nayanthara,romance,Arijit Singh

‘পাঠান’, ‘জওয়ান’ ছাড়াও অনেক ছবিতেই অরিজিতের কন্ঠে ঠোঁট মিলিয়েছেন শাহরুখ। যা রীতিমতো ভক্তদের কাছে জনপ্রিয়। এই গানগুলি হল ‘জালিমা’, ‘রং দে তু মোহে গেরুয়া’। আর এবার ‘চলেয়া’ গানটিও যে খুব জনপ্রিয় হয়েছে তা বোঝাই গেছে। কারণ মাত্র তিন ঘন্টাতেই এই গানের ভিউ হয়ে গেছে ২৭ লক্ষের বেশি। প্রথমদিকে শাহরুখের কন্ঠে গান মানেই ছিল অরিজিৎ ভট্টাচার্যের কন্ঠ। ধীরে ধীরে সময় যত এগিয়েছে শাহরুখের কণ্ঠও পরিবর্তন হয়েছে। এখন শাহরুখের কন্ঠ মানেই অরিজিৎ সিং এর কন্ঠ। শাহরুখ গানের এই টিজারটি শেয়ার করে অরিজিৎকে বলেন, ‘ আমাকে আরো ভালোবাসতে শেখায়, তোমার কন্ঠ।’ ‘চালেয়া’ গানটি শুরুই হয়েছে ‘ইশক মে দিল বানা হ্যায়… ইশক মে দিল ফনহা হ্যায়…’। এর মানেই হল ভালোবাসাতেই হৃদয়বিলিন হয়ে যায়। এই গানটি তামিল ও তেলেগু ভার্সানেও মুক্তি পেয়েছে। তবে সেই গানগুলির নাম ‘চালোনা’ এবং ‘হায়োডা’।

‘ চলেয়া’ গানটি শাহরুখের অত্যন্ত পছন্দের গান। কারণ স্বরূপ তিনি জানান, এই গানটি আমারই মতন রোমান্টিক, নম্র ও মিষ্টি। আগামী ৭ সেপ্টেম্বর অ্যাটলি পরিচালিত জাওয়ান ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেতে চলেছে। নয়নতারার সাথে রোমান্স করতে প্রথমবার দেখা যাবে শাহরুখকে।




Leave a Reply

Back to top button