Shah Rukh Khan: আরিয়ানকে জেল থেকে ছাড়িয়ে কাজে ফিরছেন শাহরুখ, তাঁর আগেই নিলেন বড় সিদ্ধান্ত

গত মাসটা একেবারেই ভালো কাটেনি শাহরুখ খান (Shahrukh Khan) ও তাঁর পরিবারের। মুম্বইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল শাহরুখের বড় ছেলে আরিয়ানকে (Aryan Khan)। প্রায় ২৬ দিন জেলে ছিল শাহরুখের বড় ছেলে আরিয়ান। নিম্ন আদালতে দু’বার জামিন বাতিলের পর শেষ পর্যন্ত গত ২৮ অক্টোবর বম্বে হাইকোর্টে জামিন পান আরিয়ান। কাগজপত্রের কাজ সেরে বাড়ি ফিরতে হয়ে যায় ৩০ অক্টোবর।

ছেলেকে নিয়ে এখনও দুশ্চিন্তা কাটছে না শাহরুখ খানের। আরিয়ান খানের সুরক্ষায় ইতিমধ্যেই দেহরক্ষী (Boduguard) নিয়োগের পরিকল্পনা করেছেন কিং খান। খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, অচেনা কোনও ব্যক্তির সঙ্গে স্বচ্ছন্দ বোধ করেন না আরিয়ান। ছেলের নিরাপত্তার খাতিরে তাই আরও এক ধাপ এগিয়ে গেলেন শাহরুখ। চেনা মানুষের হাতেই তুলে দিলেন ছেলের সুরক্ষার ভার।

শাহরুক ফিরছে কাজে,বাদশার নতুন ছবি,শাহরুকের নতুন ছবি,আরিয়ান খান ড্রাগ মামলা,আরিয়ানের জামিনের পর শাহরুক,বলিঊডে শাহরুকের কাম ব্যাক,Shahrukh is back at work,Badshah's new picture,Shahrukh's new picture,Aryan Khan drug case,Shahrukh after Aryan's bail,Shahrukh's come back in Bollywood

ফেলে আসা ‘পাঠান (Pathaan)’ ছবির শুটিং আবারো শুরু করতে চলেছেন শাহরুখ। ২০১৮ সালে অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘জিরো’ ছবিতে কাজ করার পর কোনও ছবিতে এখনও দেখা যায়নি কিং খানকে। ফলে ভক্তদের দীর্ঘ অপেক্ষা রয়েছে শাহরুখের কামব্যাক নিয়ে। আরিয়ানের গ্রেফতার হওয়ার পর থেকে নিজের সমস্ত কাজ বন্ধ রেখেছিলেন তিনি। এখন ধীরে ধীরে ছন্দে ফিরতে চাইছেন। কাজ শুরুর আগে অবশ্য পরিবারের সঙ্গে একেবারে ব্যক্তিগত ভাবে কিছু সময় কাটাতে চেয়েছিলেন শাহরুখ। জানা গিয়েছে, আগামী ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিন। ছেলের জন্মদিনকে মনে রেখেই, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

ছেলে আরিয়ানের জন্মদিনের পরেই ‘পাঠান’ ও দক্ষিণের পরিচালক অ্যাটলি কুমারের পরের ছবির শ্যুটিংয়ের কাজ শুরু করবেন বাদশা। ‘পাঠান’ ছবিতে জন আব্রাহাম ও  দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে কিং খানকে। আগামী মাসেই স্পেনে পাঠান মুভির শ্যুটিংয়ের জন্য উড়ে যাবে বাদশা তাঁর সহ অভিনেতাদের সাথে। তাই বিদেশ যাওয়ার আগে নিজের দেহরক্ষী রবি সিংহকেই রেখে যাবেন আরিয়ানের সঙ্গে। নিজের জন্য নতুন দেহরক্ষী নিয়োগ করবেন কিং খান।

শাহরুক ফিরছে কাজে,বাদশার নতুন ছবি,শাহরুকের নতুন ছবি,আরিয়ান খান ড্রাগ মামলা,আরিয়ানের জামিনের পর শাহরুক,বলিঊডে শাহরুকের কাম ব্যাক,Shahrukh is back at work,Badshah's new picture,Shahrukh's new picture,Aryan Khan drug case,Shahrukh after Aryan's bail,Shahrukh's come back in Bollywood

প্রসঙ্গত, প্রত্যেক শুক্রবার NCB দফতরে হাজিরা দিতে যাচ্ছেন আরিয়ান। মাদক-কাণ্ডে নতুন তদন্ত দল গঠন হওয়ায় তাঁকে ঘনঘন ডাকা হতে পারে বলেও মনে করছেন শাহরুখ। আর তাই শহর ছাড়ার আগে ছেলেকে বিশ্বস্ত কারও সুরক্ষায় রেখে যেতে চাইছেন। বহু বছর ধরেই শাহরুখের ছায়াসঙ্গী বডিগার্ড রবি। বাদশকে আগলে রাখাই তাঁর প্রধান দায়িত্ব। প্রতি বছর শাহরুখের নিরাপত্তারক্ষী ২.৭ কোটি টাকা বেতন পান। অর্থাৎ মাস গেলে ২২ লক্ষের কিছু বেশি টাকা পান রবি। বলিউডে যে সব নিরাপত্তারক্ষীর বেতন সবচেয়ে বেশি, রবি তাঁদের অন্যতম। শাহরুখের পরে এ বার তাঁরই জেষ্ঠপুত্রকে সুরক্ষিত রাখার গুরুদায়িত্ব  উঠল বডিগার্ড রবির কাঁধে।




Back to top button