মেয়ের সঙ্গে সুইমিং পুলে শাহরুখ, নেট নাগরিকদের তীব্র কটাক্ষ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় শাহরুখ খান ও তাঁর পরিবারের সঙ্গে ছুটি কাটানোর একটা মুহূর্ত।এরপরেই শাহরুখের সংস্কৃতি বোধ নিয়ে অনেক প্রশ্নও ওঠে।

শুভঙ্কর, মুম্বাই: বলিউড ইন্ডাস্ট্রিতে হোক বা ব্যক্তিগত জীবনে সব সময় আলোচনার শীর্ষে থাকেন নাম্বার ওয়ান কিং শাহরুখ খান। কয়েকদিন আগেই তাঁর নতুন ছবি ‘জাওয়ানের’ দ্বিতীয় গান মুক্তি পায়। তখনও তিনি আলোচনার শীর্ষে ছিলেন। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ব্যক্তিগত ভিডিও পোস্ট হতেই তাঁকে নিয়ে আবার সমালোচনার সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় শাহরুখ খান ও তাঁর পরিবারের সঙ্গে ছুটি কাটানোর একটা মুহূর্ত। সেই ছুটি কাটানো মুহূর্তে দেখা যাচ্ছে সুইমিংপুলে শাহরুখ খান, তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে স্নান করছেন। আর এই ভিডিও পোস্ট হতেই চূড়ান্ত কটাক্ষের শিকার হন শাহরুখ খান। যদিও মনে করা হচ্ছে এই ভিডিওটি অনুমতি না নিয়ে শুট করা হয়েছে। এই ভিডিওটি শাহরুখ খানের এক অনুরাগী সোশ্যাল মাধ্যম টুইটারে পোস্ট করেন। আর এর পরেই শাহরুখের সংস্কৃতি বোধ নিয়ে অনেক প্রশ্নও ওঠে।
সম্প্রীতি টুইটারে যে ভিডিও শেয়ার হয়েছে সেখানে দেখা যাচ্ছে শাহরুখ তাঁঅর মেয়ে সুহানাকে নিয়ে সুইমিংপুলে আছেন। সুইমিংপুলে সুহানা সুইমিং কস্টিউম পরেই জলে নেমেছেন। আর এখানেই তীব্র আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। কারণ অনেকেই প্রশ্ন তুলছেন প্রাপ্তবয়স্ক একজন মেয়ে খোলামেলা পোশাকে বাবার সঙ্গে কি করে সুইমিংপুলে স্নানে নামতে পারেন। এছাড়াও এই ভিডিওটি শেয়ার হতেই কমেন্টের ঝড় উঠেছে টুইটারে। অনেকেই আবার শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন। কারণ তাদের বক্তব্য শাহরুখ খান মেয়েদের অনেকটাই সম্মান করেন। আর এই বক্তব্যের প্রমাণ স্বরূপ শাহরুখ খানের অনেক সাক্ষাৎকারের মুহূর্ত তুলে ধরেছেন। তাদের দাবি বাদশাহের ব্যক্তিগত জীবনের মুহূর্ত এইভাবে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা একদমই ঠিক হয়নি। যদিও এই বিষয়ে শাহরুখের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এত কিছু বিতর্কে পর ওই ইউজার ভিডিওটি মুছে ফেলতে বাধ্য হন।
৭ সেপ্টেম্বর আবার সিনেমা হলে হাজির হচ্ছেন কিং খান। সেই দিন মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ ছবিটি। এখন থেকেই অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে বিদেশে। এখন থেকেই যা ঝড় উঠছে তা দেখে মনে হচ্ছে বক্স অফিসে এবার তুলকালাম শুরু হবে ‘জওয়ান’ সিনেমার জন্য। এক সূত্র মারফত জানা গেছে, এখনও পর্যন্ত শাহরুখের এটাই হয়তো সবথেকে ব্যয়বহুল ছবি। বলিউডের বাদশা এই প্রথম কাজ করতে চলেছেন দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে। এই ছবির পরিচালক অ্যাটলি। এক বিনোদন সংস্থার প্রতিবেদন অনুসারে জানা গেছে, ৩০০ কোটি টাকার বাজেট এই ‘জওয়ান’ ছবির। বড়পর্দায় দর্শকদের শ্রেষ্ঠ অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই অর্থ ব্যয় করা হয়েছে।