“জুহি আত্মবিশ্বাসী নয়”,অবশেষে ঋষি কাপুরের মন্তব্য প্রকাশ্যে আনলেন জুহি

ভারতের চলচ্চিত্র জগতে এক কিংবদন্তি অভিনেতা ছিলেন ঋষি কাপুর ( Rishi Kapoor ) ।বহু দশক ধরে নিজের নিখুঁত অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগৎকে মাতিয়ে রেখেছিলেন।এমনকি আজও বহু তরুণ অভিনেতা অভিনেত্রীদের কাছে তিনি অনেক বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন।তবে ২০২০ সালে ঋষি কাপুরের হঠাৎ মৃত্যু গোটা চলচ্চিত্র জগতের ( Bollywood ) মেরুদন্ড ভেঙে দেয়।মৃত্যুর আগে তিনি তার জীবনে শেষবার অভিনয় করেছিলেন শর্মাজি নামকিন ( Sharmaji Namkeen ) নামক একটি ছবিতে।আর সম্প্রতি সেই ছবি নিয়ে ঋষি কাপুরের উদ্দেশ্যেই নিজ মত প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা ( Juhi Chawla ) ।
ঋষি কাপুরের সাথে ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি বোল রাধা বোল -এ প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করেছিলেন জুহি চাওলা।আর তাদের শেষ অন-স্ক্রিন উপস্থিতি হতে চলেছে শর্মাজি নামকিন ( Sharmaji Namkeen ) ছবিতে।শর্মাজি নামকিন ছবি সমন্ধে কথা বলতে গিয়ে জুহি চাওলা অনেক আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন।তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন যে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। কারণ এই ছবিটিই ছিল ঋষি কাপুরের সাথে তার শেষ ছবি।আর এই ছবিতেই শুটিং করাকালীন ঋষি কাপুরের সাথে অনেকটা ভালো সময় অতিবাহিত করেছেন জুহি।
এর আগেও কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের সাথে কাজ করেছেন জুহি।আর যখন একটি সাক্ষাতকারে ঋষি কাপুরের সাথে জুহির প্রিয় স্মৃতি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়,তখন জুহি অনেক স্মৃতির কথাই তুলে ধরেন।তিনি বলেন কর্মজীবনের প্রথমাবস্থায় ঋষি কাপুরের মতো একজন স্বনামধন্য অভিনেতার সঙ্গে কাজ করতে খুবই ভয় পেতেন তিনি।আর এরকম অস্থিরতার জন্যই নিজের ডায়ালগের সমস্ত লাইনও ভুলে যেতেন জুহি।তবে সময়ের সাথে সাথে ঋষি কাপুরের সাথে সম্পর্ক আরও ভালো হওয়ায় তার অস্থিরতা দুর হয় এবং আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
শর্মাজি নামকিন ( Sharmaji Namkeen ) ছবিতে ঋষি কাপুরের সাথে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে জুহি আরও বলেছিলেন যে চিন্টু জি সর্বদাই তাকে তিরস্কার করতেন।তবে এসব তিরস্কারে কখনও কিছু মনে করেননি জুহি।আর যখনই ঋষি কাপুর তাকে বকা দিতেন, তখনই জুহি হেসে দিতেন।জুহি আরও যোগ করেন যে ভালোবেসেই নাকি বকা দিতেন ঋষি কাপুর।
জুহি চাওলার কথায় শর্মাজি নামকিন ( Sharmaji Namkeen ) ছবির শুটিংয়েও চিন্টু জির বকা খেয়েছেন অভিনেত্রী।ঋষি কাপুর তার শেষ বয়সে এসেও এত নিখুঁত শট দিচ্ছেন দেখে সেখানে নিজের পারফরম্যান্স নিয়ে একটু চিন্তিত ছিলেন জুহি চাওলা।আর সেই কারণেই নিজের শট দিয়ে বারবার মনিটরের দিকে ছুটছিলেন অভিনেত্রী।এবং এই জন্যই ঋষি জি তাকে বকেন এবং বলেন যে জুহির মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে।তবে এধরনের ছোটখাটো বকা সত্ত্বেও ঋষি কাপুরের সাথে কাজ করতে পছন্দ করতেন জুহি চাওলা।
আরও পড়ুন:১০ মিনিটেই মিলে যাবে খাবার, জোমাটোর নতুন নিয়মে মজেছে গ্রাহকরা
সামনেই ওটিটি প্লাটফর্মেই প্রকাশ পেতে চলেছে শর্মাজি নামকিন ( Sharmaji Namkeen )।আগামী ৩১ মার্চ থেকেই অ্যামাজন প্রাইমে মিলবে এই ছবিটি।
আরও পড়ুন: দুশো কোটি ছুইঁছুঁই, সব হিট ছবিকে পিছনে ফেলে একনম্বরে কাশ্মীর ফাইলস