ফের চর্চায় সলমন-শেহনাজ প্রেম জল্পনা! গালে চুমু দিয়ে ছবি তুলতেই শোরগোল নেটপাড়ায়

প্রত্যুষা সরকার, কলকাতা:

কিন্তু, এবার সেই জল্পনা হল আরও জোরদার। শুক্রবার রাতে আরবাজ খানের প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানির ( Georgia Andriani ) জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন শেহনাজ। তবে শুধু নিমন্ত্রিত নয় বরং তাঁর সঙ্গে জর্জিয়ার যে ভালো সম্পর্ক রয়েছে সে কথাও বোঝা গিয়েছে তাঁর ভাবভঙ্গি দেখে।

img 20220522 140618

ইতিমধ্যেই ওই পার্টির একাধিক মুহূর্ত ভাইরাল হয়েছে। এদিন একটি একরঙা সাদা কো-অর্ডস সেটে পোশাক পরে, ম্যাচিং প্যান্ট এবং সোনালি হুপস এবং বাদামী রঙের সাথে একটি সাদা কাঁচুলি ক্রপে দেখা যায় তাঁকে ( Shehnaz Gill )। জর্জিয়া মিডিয়ার সামনে তাঁর জন্মদিনের কেক কাটতে এবং একসাথে কিছু ছবি ক্লিক করার সময় শেহনাজকে পার্টি করতে এবং একটি মজার সময় কাটাতে দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বার্থডে গার্লকে কেক খাইয়ে দেওয়ার পর যত্ন করে মুখ মুছিয়ে দিয়েছেন তিনি। এরপর বন্ধুর গালে ( Shehnaz Gill ) এঁকে দিয়েছেন চুমু। ক্যামেরার সামনে পোজ দিয়েছেন প্রিয় বান্ধবীর মতোই। এমনকী একই গাড়িতে করে ফিরতে দেখা গিয়েছে শেহনাজ এবং জর্জিয়াকে। এরপরেই আবারও একটা প্রশ্নই আরও জড়াল হয়ে উঠছে, তবে কি বলিউডের ভাইজানের সঙ্গে সত্যিই প্রেম করছেন শেহনাজ? সেই কারণেই সলমানের দাদার প্রেমিকার সঙ্গে এত ভাব? তবে এ বিষয়ে মুখ খুলতে একেবারেই নারাজ দুই পক্ষ।

অ্যাডাল্ট ফিল্ম শুটিং করতে গিয়ে বিপদে উরফি জাভেদ! পুলিশের হাতে ধরা খেয়ে সোজা জেলে বলি-হটবম্ব

প্রসঙ্গত, গত বছরই মারা গিয়েছেন শেহনাজের পার্টনার সিদ্ধার্থ শুক্লা। ‘বিগ বস ১৩’ -এর ঘরে শেহনাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় নায়ক সিড। দু’জনের বিয়ের ঠিক পর্যন্ত হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিল ‘সিডনাজ’ ( SidNaaz ) জুটি। কিন্তু, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিড।সিদ্ধার্থের মৃত্যুর পর সলমানের সঙ্গে শেহনাজের ( Shehnaz Gill ) বন্ধুত্বের সম্পর্ক মানতে পারছেননা সিদ্ধার্থের ভক্তরা। অভিনেতার মৃত্যুর কয়েকমাস পেরতেই সলমানের সঙ্গে আদুরে মুহূর্ত কাটানোয় শেহনাজের উপর বেজায় চটে যান ভক্তরা।

আরও পড়ুন – বুড়ো হাড়ের জোর! কী দেখে প্রেমে বয়স্কদের প্রেমে পড়ছেন অল্প বয়সী সুন্দরীরা




Leave a Reply

Back to top button