অন ক্যামেরায় সলমনকে চুম্বন শেহনাজের! সিদ্ধার্থের মৃত্যুর পর কোন খেলায় মাতলেন তাঁর প্রেমিকা

প্রত্যুষা সরকার, কলকাতা: বিগ বস-১৩ এর একজন সদস্য ছিলেন শেহনাজ গিল ( Shehnaz Gill )। সেখানেই হোস্ট ভাইজান সালমান খানের ( Salman Khan ) সাথে একটি সম্পর্ক তৈরী হয় তাঁর। ভাইজান শেহনাজকে নাম দিয়েছিলেন পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ। বিগ বসের ( big boss ) ঘরে সিদ্ধার্থ শুক্লার সাথেও তাঁর সম্পর্কের কথা অজানা নয়। সিদ্ধার্থের মৃত্যুর পর থেকে নানা কারণে খবরে আসেন নায়িকা। তাঁর কথা ও ব্যবহারের জন্য ভালবাসা পেয়েছেন একাধিক মানুষের। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ( social media ) ভাইরাল এক ভিডিও নিয়ে ট্রোলের ( troll ) শিকার হচ্ছেন শেহনাজ।
পরনে কালো সালোয়ার কামিজ, কানে ঝুমকো। এমন সাজেই ভাইজানের পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন শেহনাজের গিল। সম্প্রতি সালমানের ঈদ পার্টিতে পৌঁছেছিলেন শাহনাজ ( Salman Khan and Shehnaz Gill Viral Video )। সেখানেই পার্টি শেষে, সালমান এবং শাহনাজকে এক সাথে ছবি তুলতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে শাহনাজকে সালমানকে চুম্বন ও আলিঙ্গন করতে দেখা যায়। যার কারণে ব্যবহারকারীরা অভিনেত্রীকে প্রচুর ট্রোল করছেন।
সিদ্ধার্থের আচমকা মৃত্যু যেন একটু দুর্বল করে দিয়েছিল শেহেনাজকে। এরপর নিজেকে সামলাতে বেশ কিছুটা সময় লেগেছিল শেনহাজের। কিন্তু, এখন সকল দুঃখ কাটিয়ে আবার ফিরেছেন তিন । শোনা যাচ্ছে এবার একেবারে বড় পর্দায় এন্ট্রি নিতে চলেছেন শেহনাজ ( Salman Khan and Shehnaz Gill Viral Video )। তাও আবার ভাইজানের হাত ধরে। এক সূত্র মাধ্যমে জানা গিয়েছে, ভাইজানের আসন্ন ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’ দিয়ে বক্স অফিসে এন্ট্রি নেবেন শেহনাজ। শাহনাজ ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন আয়ুষ শর্মা, পূজা হেগড়ে এবং কৃতি স্যানন। চলতি মাসে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে সালমানের ছবির শুটিং শুরু হবে। তবে শাহনাজের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
ভাইরাল ভিডিওটি একটু ভালো করে লক্ষ করলে দেখা যাবে, সলমনকে জড়িয়ে ধরে একের পর এক চুম্বন করছেন শেহনাজ ( Salman Khan and Shehnaz Gill Viral Video )। তবে এখানেই শেষ নয়। হাত ধরে তাঁকে টেনে নিয়ে যাচ্ছেন অন্য দিকে। ভাইজান চেষ্টা করেও তাঁকে সরাতে পারছে না তাঁর হাত। ভিডিও দেখে, একটু হলেও শেহনাজের আচরণ অস্বাভাবিক মনে হচ্ছে। আর এই সব দেখে অনেকে প্রশ্ন তুলেছে তিনি মদ্যপান করেছেন কি না।
লোকেরা তাকে বলছে যে মদ্যপান করার পরে তার হুঁশ নেই, আবার কেউ বলছেন এটি সাধারণ শেহনাজ নয়। ভাইরাল ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যবহারকারী মন্তব্য ( Salman Khan and Shehnaz Gill Viral Video ) করেছেন, “মদ পানের কোনো মানে হয় না”। একইসঙ্গে আরেকজন মন্তব্য করেছেন, “সিদ্ধার্থ গেল, সালমানের পিছনে শেহনাজ।” অন্য একজন লিখেছেন, “সে সিদ্ধার্থের সাথে যে কৌশলটি ব্যবহার করেছিল এখন সেটাই করছে।”
আরও পড়ুন – একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে দাদাগিরি! বিশেষ এপিসোডে মঞ্চ মাতাতে উপস্থিত থাকছেন ‘বং গাই’ও
ভিডিও দেখে উঠছে নানা রকম প্রশ্ন। তবে সিদ্ধার্থের মৃত্যুর পর খারাপ সময়ে সব সময় শেহনাজের পাশে ছিলেন সলমন ( Salman Khan and Shehnaz Gill Viral Video )। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু বর্তমানে নতুন করে নিজের জীবন শুরু করেছেন পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ। তাঁর কেরিয়ারের অগ্রগতিতেও সাহায্য করেছেন ভাইজান। এত কিছুর পরও শেহনাজের আসন্ন ছবি নিয়ে অধিক আগ্রহে তাঁর ভক্তরা।
আরও পড়ুন – প্রিয়াঙ্কার সাথে রোমান্টিক হতেই বিপদে অক্ষয়! বউয়ের ভয়ে বন্ধ করতে হয়েছিল কাজ