সলমনের ছোঁয়াতেই বদল শেহনাজের! সিদ্ধার্থের ‘মিষ্টি সানা’ আজ আরও লাবণ্যময়ী

এ যেন শেহনাজ গিলের নবজন্ম। তাঁর ভালোবাসার একটি মাত্র মানুষ সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর একেবারেই ভেঙে পড়ে শেহনাজ। দিশেহারা হয়ে পড়ে সে। যার সঙ্গে সংসার সাজানোর স্বপ্ন দেখেছিল, কাছ থেকে তাঁকে হারিয়ে ফেলার বেদনায় মূর্ছা যায় সে। তবে সেই সকল বেদনাগুলো এখন কাটিয়ে উঠতে পেরেছে শেহনাজ। কষ্ট ভুলে সিদ্ধার্থের সঙ্গে কাটানো সুখের দিনগুলিকেই আঁকড়ে ধরে বাঁচতে শিখেছে সে। 

shahnaaz1

সময়ের নিয়মেই হয় তো কমেছে বেদনা। স্বাভাবিক জীবনে ফিরেছে শেহনাজ। পরিবর্তন এসেছে অনেকটা। সম্পূর্ণ অন্যরকম মানুষ হয়েছে সে। মিষ্টি সানা আগের তুলনায় এখন অনেকটাই বোল্ড। নিজের শরীর ও মনকে যেন সম্পূর্ণ উপভোগ করতে শিখে গেছে সে। সাম্প্রতিক ছবি দেখে এমনই মন্তব্য নেটিজেনদের। আপাতত সুইমিং পুলে জলে ডুব দিয়ে গরম উপভোগ করছেন শেহনাজ। বেইজ রঙা সুইমিং স্যুট, ভিজা চুল এবং মুখে হালকা মেক-আপের ছোঁয়া। লাবণ্যময়ী হয়ে উঠেছে সে। অভিনেত্রীর ‘সামার ভাইবস’ দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। মুহূর্তে ভাইরাল সেই ছবি। 

 

View this post on Instagram

 

A post shared by Shehnaaz Gill (@shehnaazgill)

উল্লেখ্য, খুব শীঘ্রই হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন শেহনাজ। সলমন খানের ছবি ‘কভি ঈদ, কভি দিওয়ালী’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। ভাইজানের ঈদ পা্র্টিতে বিশিষ্ট অতিথি হিসাবেও এসেছিলেন তিনি। ভাইরাল সেই সকল ছবি, ভিডিও। সলমনের সঙ্গে রঙ মিলিয়ে কালো সালোয়ার কামিজ পড়েছিলেন শেহনাজ। পার্টিতে বেশিরভাগ সময়ই ভাইজানের আশেপাশে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, সলমনের সঙ্গে গলা জড়িয়ে ক্যামেরার সামনে পোজ দেন তিনি। তারপর তার গালে চুমু খেয়ে বসেন অভিনেত্রী। যা নিয়ে বেশ কয়েকদিন ধরে হুল্লোড় চলে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মতে, সিদ্ধার্থের মৃত্যুর পর সলমন ঘনিষ্ঠ হন শেহনাজ। যা নিয়ে বেশ জল্পনা-কল্পনা রটে যায় নেটমাধ্যমে। কিন্তু, এই সব কিছুকে গুরুত্ব দিতে চান না অভিনেত্রী।




Leave a Reply

Back to top button