সালমানকে প্রকাশ্যে চুমু শেহনাজের ! সিদ্ধার্থ প্রেমিকার এই ঘটনায় তোলপার নেটপাড়া

মন্টি শীল, কলকাতা : বিতর্কের আরও একটা নাম বলিউড। নিত্য নতুন সিনেমার সঙ্গে সঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা রোজ রোজ নিত্য নতুন বিতর্কিত ঘটনার সম্মুখীন হন। কারণ অনেকেরই মতে এই বলিউড তারকাদের জীবনে স্পট লাইটের সঙ্গে সঙ্গে বিতর্কের লাইম লাইটও অতি প্রয়োজনীয় একটি জিনিস। তবে এইবার এই বিতর্কের মুখে এসে দাঁড়ালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা তথা ভাইজান সালমান খান এবং অভিনেত্রী শেহনাজ গিল।
সম্প্রতি বলিউড তথা হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক প্রয়াণ ঘটে। বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল যে এই অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কের অটুট বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী শেহনাজ গিল। তবে অভিনেতার অকাল প্রয়ানের পর সেই বন্ধনে আবদ্ধ হওয়া হল না অভিনেত্রীর। শোনা গিয়েছিল, এই অভিনেতার প্রয়ানের পর মানসিক অবসাদে ভুগছিলেন শেহনাজ। এমনকি জীবিত মৃতের মতো হয়ে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন ….আবার আসছে শান্টু-পূর্ণা! হাজারও মন খারাপের মাঝে একঝাক হাঁসি নিয়ে খোদ জানালেন অভিনেতা
আরও পড়ুন ….দুর্গামূর্তিকে পিছনে রেখে ঈদের শুভেচ্ছা মীরের, নেটজগতে ঝড় তুলেছে ভিডিও
কিন্তু শোনা গিয়েছিল, এই সময় অভিনেত্রীকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন সালমান খান। সম্প্রতি তাদের মধ্যে এক সম্পর্ক গড়ে ওঠার গুঞ্জন শোনা যাচ্ছিল বলিপাড়ায়। কিন্তু এই গুঞ্জন কিছুটা সত্যি হল অভিনেতা সালমানের ঈদ পার্টি চলাকালীন। ঘনিষ্ঠ মহলে অনেকেই জানতে যে সালমান এবং শেহনাজ দুজন পরস্পরের ভালো বন্ধু। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটি নেটিজেনদের সমস্ত ভূল ভেঙে চুরমার করে দিল। কিন্তু কী এমন ঘটল যার জেরে রীতিমতো তোলপার নেটপাড়া।
View this post on Instagram
আরও পড়ুন ….অনেক অনুনয়-বিনয়ের পর অবশেষে সিরিয়ালে ফিরছেন অদিতি, ২৫ বছর পরও অভিনেত্রীকে নিয়ে উন্মাদনা তুঙ্গে
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী দেখা যাচ্ছে, বলিউড ভাইজানের ঈদ পার্টিতে সালমানকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু খেলেন শেহনাজ। তাদের সামনে উপস্থিত ছিলেন সালমানের বোন অর্পিতা এবং তার স্বামী আয়ুষ শর্মা। শুধু তাই নয় এই দিনের পার্টিতে সালমানকে কার্যত চোখে হারিয়েছেন অভিনেত্রী শেহনাজ। এই ঘটনা সামনে আসার পর রীতিমতো সোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়াতে। অনেকেই এই ভিডিও দেখার পর মন্তব্য করেছেন যে, বলিউডের এই দুই তারকার মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক নেই তার থেকেও বেশি কিছু রয়েছে।