Raj Shilpa – বিচ্ছেদের জল্পনায় ইতি! বিবাহবার্ষিকীতে স্বামী রাজের উদ্দেশ্যে বিশেষ বার্তা শিল্পার

২০০৯ সালের ২২ শে নভেম্বর বিবাহ-বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও রাজ কুন্দ্রা (Raj Kundra)। ১২ বছর পরে তাঁদের বিবাহবার্ষিকীতে রাজ কুন্দ্রাকে নিয়ে শিল্পার আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে (Instagram Post) অবাক নেটদুনিয়া (Netizens)। বেশ কিছুদিন আগেই প্রাপ্তবয়স্ক ছবি (Adult film) বানানোর অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। অনেক আইনি বাধা-বিপত্তির পর জামিন পান তিনি। এরই মাঝে কানা-ঘুঁষো শোনা যাচ্ছিল রাজ ও শিল্পার (Raj Shilpa) বিবাহ-বিচ্ছেদের (Divorce)।
তবে সেই জল্পনাকে ধুলিসাৎ করে ১২ তম বিবাহবার্ষিকীতে দুজনের বিবাহের কিছু মুহূর্তের কোলাজ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “১২ বছর আগে আজকের দিনে আমরা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভালো এবং খারাপ মুহূর্তে আমরা দুজন দুজনকে সমর্থন, ভালোবাসা এবং বিশ্বাস করব। ঈশ্বর আমাদের পথ দেখাবেন। প্রতিদিন ও পাশাপাশি। শুভ বার্ষিকী কুকি”। বিবাহবার্ষিকীর দিনে রাজকে পুরোনো দিনের কথা মনে করানোর পাশাপাশি নিজের অনুরাগীদেরকেও ধন্যবাদ জানিয়েছেন শিল্পা।
বিয়ের দিন লাল বেনারসীতে সেজে উঠেছিলেন শিল্পা শেট্টি। মঙ্গলসূত্র ও সিঁদুর দান করে বিবাহ সম্পন্ন হয়েছিল এই তারকা জুটির। শিল্পা-রাজের এই বিবাহের ছবিগুলি ১২ বছর আগে যতটা ভাইরাল হয়েছিল, আজও এই ছবিগুলি ভক্তদের কাছে ঠিক ততটাই জনপ্রিয়। তাই আজও ছবির কাজ শেয়ার হতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। শিল্পার করা পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সুনীল শেট্টি থেকে বিপাশা বসু ও বি টাউনের একাধিক তারকারাও।
প্রসঙ্গত, মুম্বাইয়ের পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রা গ্রেফতারের পর ‘ডান্স ইন্ডিয়া ডান্স (Dance India Dance)’ এর বিচারকের আসনে ছিলেন শিল্পা। কিন্তু স্বামী পর্ণ কাঁদে জড়ানোয় শোয়ের টিআরপি নামতে পারে সেই কারণেই রিয়্যালিটি শো থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন শিল্পা। সেই সময় জল্পনা শোনা যাচ্ছিল তাদের বিবাহ-বিচ্ছেদ নিয়ে। শিল্পাকে যখন জেরার করার জন্য ডাকা হয়েছিল তখন তিনি সকলের সামনেই চিৎকার করে উঠেছিলেন রাজের ওপর। বলেছিলেন, তোমার কাজের জন্য আজ আমার ও আমার গোটা পরিবারের মান সন্মান ধুলোয় মিশে গেছে।
অনেকেই ভেবেছিলেন হয়তো তাদের বৈবাহিক সম্পর্কের ইতি হতে চলেছে খুব শীঘ্রই। কিন্ত এদিন অভিনেত্রীর পোস্টে লেখা শিরোনামের মতন করেই তারা একে-অপরের খারাপ ও ভালো সময়ে একে অপরের পাশে থেকেছেন, একে অপরকে সমর্থন করেছেন। সেলিব্রিটিদের জীবনে এই ধরনের ওঠা-পড়া খুব স্বাভাবিক। কিন্ত শেষপর্যন্ত যে এই তারকা দম্পতি তথা আইপিএলের ‘রাজস্থান রয়্যালস’ দলের মালিক একে অপরের সঙ্গে সুখে রয়েছেন সেটিই সবচেয়ে সুখবর।