ফের কালো মেঘের ঘনঘটা বলিপাড়ায়! মাদক সেবন করতে গিয়ে গ্রেফতার শ্রদ্ধা কাপুরের ভাই

মাদক মামলায় ফের উত্তপ্ত  বলিউড। আরিয়ান খানের পর NCB-এর বেড়াজালে আটকা পড়ল শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর। তাঁকে বেঙ্গালুরুর পার্টি থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ওই পার্টিতে বেআইনিভাবে মাদক সেবনের অভিযোগে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করে তাঁকে। আরিয়ানের ক্লিনচিটের পর পরিস্থিতি শান্ত হলেও ফের উত্তপ্ত বলিপাড়া। 

জানা গিয়েছে, রবিবার রাতে এমজি রোডের একটি হোটেলে হানা দেয় পুলিশ। সেখানেই চলছিল সেই পার্টি। সেখান থেকে উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। হোটেলে সেই পার্টিতে থাকা ৩৫ জনের মাদকের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৬ জনের সেই পরীক্ষায় মাদক সেবনের তথ্য মিলেছে। আর সেই ছয় জনের মধ্যেই একটি নাম সিদ্ধান্ত কাপুর। অর্থাৎ, বিখ্যাত বলিউড অভিনেতা শক্তি কাপুরের ছেলে ও শ্রদ্ধা কাপুরের ভাই।

siddhant kapoor

উল্লেখ্য এদিন বেঙ্গালুরু পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘গতকাল বেঙ্গালুরু হোটেলে রেভ পার্টি থেকে গ্রেফতার করা হয়েছে শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে। ওই পার্টিতে মাদক পরীক্ষা করা সনাক্ত করা ৬ জনের মধ্যে তিনিও একজন। তাঁকে মূলত ডিজে হিসেবে পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। ‘ বারংবার মাদক মামলায় আটকা পড়ছে বলিপাড়া। গতবছর মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্র্যজ পার্টিতে গিয়ে NCB জালে ফেঁঁসেছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। কিন্তু পরবর্তীকালে সেই বিষয়ে কোনও তথ্য প্রমাণ না মেলায় অবশেষে তাঁকে ক্লিনচিট দেওয়া হয়। এবার আরিয়ানের পরই মাদক মামলায় গ্রেফতার শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর। মাদক পরীক্ষায় তাঁর দেহে মাদক সেবনের তথ্য মিলে থাকলেও, সেই প্রসঙ্গে কোনও কিছু স্বীকার করতে নারাজ এই তারকা পুত্র।

ইতিমধ্যে দেশ জুড়ে তাঁর গ্রেফতারির খবর বেশ সাড়া ফেলেছে। সুশান্ত মৃত্যুর বছর ঘুরতেই ফের মাথা চাগাড় দিয়ে উঠেছে বলিউডের মাদক মামলা। প্রসঙ্গত, সুশান্ত সিংহের মৃত্যুর পর দেশ জুড়ে আলোড়ন ফেলেছিল বলিউডের এই মাদক মামলা। একের পর এক অভিনেতা ও অভিনেত্রীদের এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করে চলেছিল NCB। সুশান্ত মৃত্যুর বছর ঘুরতেই এই মামলায় গ্রেফতার হয়েছিল আরিয়ান খান। আর দু’বছর হওয়ার পূ্র্বেই গ্রেফতার হল আরও এক তারকা পুত্র।

 




Leave a Reply

Back to top button