Mission Majnu: বড়পর্দায় RAW এজেন্টের ভূমিকায় সিদ্ধার্থ, দেখুন পোস্টার

বহুল প্রশংসিত ছবি শেরশাহ এর পরে সিদ্ধার্থ মালহোত্রাকে এইবার আমরা দেখতে চলেছি মিশন মজনু( Mission Majnu) ছবিতে। এই ছবিতে সিদ্ধার্থের বিপরীতে দেখা যাবে পুষ্পা খ্যাত অভিেত্রী রশমিকা মন্দান্ন। রনি স্ক্রিউবালার আর.এস. ভি.পি এবং গিলটি অ্যাসোসিয়েশন এর ব্যানারের তলায় তৈরি এই ছবিটি( Mission Majnu) মুক্তি পাবে এই বছরের ১০ই জুন। নবাগত পরিচালক শান্তুনু বাগচী এই সিনেমার পরিচালনার ভার নিয়েছেন। থ্রিলারধর্মী এই ছবিটির( Mission Majnu) প্রেক্ষাপট ৭০- এর দশকের এক র এজেন্টের পাকিস্তানে এক মিশনকে কেন্দ্র করে বোনা হয়েছে।
আরও পড়ুন:তিন রাজ্যে বিজেপির মার, পাঞ্জাবে আম আদমির ঝড়, অশনি সংকেতের মেঘ কংগ্রেসের মাথায়
দক্ষিণী অভিনেত্রী রশমিকার এটি প্রথম হিন্দি ছবি( Mission Majnu)। ছবিটির পোস্টার নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করে আর.এস.ভি.পি প্রোডাকশন লেখে, “লক্ষ্য স্থির! পাকিস্তানের কেন্দ্রস্থলে ভারতের সবচেয়ে সাহসী RAW মিশনের অংশ হতে প্রস্তুত হন। সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত, #মিশন মজনু 10 জুন 2022-এ মুক্তি পাচ্ছে”।এই ছবির স্ক্রিপ্টের দায়িত্ব সামলাচ্ছেন পারভেজ শেইখ। অভিনয় সিদ্ধার্থের পাশাপাশি থাকছেন শারিব হাশমি ও কুমুদ মিশ্র
View this post on Instagram
আরও পড়ুন:দুবাইতে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরল SRK, দেখে নিন ভিডিও
১০ জুন মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল ও কয়রা আদভানি অভিনীত গোবিন্দ মেরা নাম, যা ক্ল্যাশ করবে সিদ্ধার্থ মালহোত্রার এই ছবিটির( Mission Majnu) সাথে। সিদ্ধার্থ মালহোত্রার শেষ ছবি ধর্মা প্রোডাকশনের শেরশাহ মুক্তি পেয়েছিল আগের বছর ওটিটি-তে। আগের বছরই এই অভিনেতা জানান মিশন মজনু সিনেমাটি পেক্ষাগৃহেই মুক্তি পাবে। এই ছবির ব্যাপারে সিদ্ধার্থ বলেন, “মিশন মজনু একটি দেশাত্মবোধক গল্প যা সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত যা RAW এজেন্টদের কঠোর পরিশ্রমকে উদযাপন করে ,যারা আমাদের দেশের নাগরিকদের রক্ষা করার জন্য তাদের পথের বাইরে চলে যায়। আমাদের সাহসী এজেন্টদের গল্প বলা একটি বিশেষ সৌভাগ্যের বিষয়, এবং আমি এমন একটি মিশনের পুনর্বিবেচনা করতে আগ্রহী যেটি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চিরতরে বদলে দিয়েছে”।