‛কুছ কুছ হোতা হে’-এর সেই ছোট্ট অঞ্জলি! আজ যেন হটবম্ব, রইল ছবি

মন্টি শীল, কলকাতা : বলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম দুনিয়া। যেখানে প্রায় প্রতিনিয়তই নিত্য নতুন সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের তারকারা। যাদের মধ্যে কিছু কিছু সিনেমা দর্শক মহলে বিতর্কের জন্ম দেয়। আবার কিছু কিছু সিনেমা দর্শকদের মনে চিরতরে গেঁথে থাকে। দর্শকদের এই প্রিয় সিনেমাগুলির মধ্যে অন্যতম হল ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch kuch hota hain)। বলিউডের বাদশা শাহরুখ খানকে (Shahrukh Khan) এই সিনেমাতে মুখ্য চরিত্রের অভিনয় করতে দেখা গিয়েছে।

বলিউড বাদশাহ তার অনুরাগীদের তথা সিনেমা প্রেমিদের উদ্দেশ্যে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন, কিন্তু এই সিনেমা দর্শকদের কাছে সর্বকালের শ্রেষ্ঠ সিনেমা। সিনেমাতে বাদশাহের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী রানী মুখার্জি (Rani Mukherjee) এবং কাজলকে (Kajol)। সিনেমার মধ্য থাকা নায়ক নায়িকার অসাধারণ কেমিস্ট্রি, রোম্যান্স এবং কমেডির জন্য বলিপ্রেমিদের সর্বকালের সেরা এই সিনেমা। তবে আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে এই সিনেমাতে বলিউডেরজনপ্রিয় তারকাদের বাদ দিয়েও এই শিশু শিল্পীও উপস্থিত ছিল।

23c33

আরও পড়ুন ….দু’দিন বাদেই বিয়ে! তার আগেই ‛Didi No. 1’-এ প্রেমিকার সাথে জমিয়ে আইবুড়োভাত খেলেন ঋতজিৎ
আরও পড়ুন ….কিলো কিলো তেল মাখিয়েই দাদাগিরিতে বং গাই, সিনেবাপের মন্তব্যের পাল্টা উত্তর কিরণের

যার অভিনয় রীতিমতো মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। সিনেমাতে এই ছোট্ট শিশু শিল্পী তথা অঞ্জলি-র প্রাণোচ্ছল হাসি এবং সুদৃড় সাবলীল অভিনয় এখনো পর্যন্ত দর্শকদের ভীষণ ভাবে মনে ধরে। কিন্তু আপনারা কি এই ছোট্ট শিশু শিল্পীর আসল নাম জানেন, এই অভিনেত্রীর নাম সানা সাইদ (Sana Saeed)। কুছ কুছ হোতা হ্যায় এর শিশু শিল্পী সানা সাইদ এর বর্তমান রূপের জৌলুস দেখে রীতিমতো হতোবাক হয়ে যাবেন আপনি। অভিনেত্রীর উষ্ণ আদবকায়দায় রীতিমতো হোঁচট খাচ্ছেন তার পুরুষ অনুরাগীরা।

23c34

আরও পড়ুন ….ছেলেরাও গুরুত্ব দিচ্ছে না, হতাশায় ভেঙ্গে পড়লেন বলিউডের একসময়কার ডান্সকুইন

এমনকি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে আগুনও ধরাচ্ছেন এই অভিনেত্রী। তার বর্তমান ছবির সঙ্গে সিনেমার অঞ্জলির ছবির তুলনা করলে অনেকেই ভিরমি খেতে পারেন বলে মত অনেকাংশের। তবে এই অভিনেত্রী শুধু মাত্র কুছ কুছ হোতা হ্যায় থেকেই জনপ্রিয়তা অর্জন করেননি। এর পাশাপাশি এই অভিনেত্রী ‘বাদল’, ‘হার দিল যো প্যায়ার কারেগা’ তে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও টেলিভিশনের জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ঝলক দিখলা যা এবং নাচ বালিয়ে তেও দর্শকদের নজর কাড়তে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। এমনকি বিগত কয়েক বছর আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ (Student of the year)এ এক বিশেষ পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।




Leave a Reply

Back to top button