এ যেন সম্পত্তির দৌড়! করণ থেকে সঞ্জয় পরিচালকদের সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন আপনিও the amount of assets of directors Sanjay to Karan

প্রত্যুষা সরকার, কলকাতা: যেকোন ছবির সাফল্যের পেছনে যে নায়ক নায়িকা বা অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি একটি বড়ো হাত থাকে সেই ছবির প্রযোজকপরিচালকেরই ( Director )। যদিও তাঁদের পর্দায় দেখা যায়না, কিন্তু চলচ্চিত্র নির্মাণে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরার পিছনে থেকেই ছবির অর্ধেক সাফল্য  এনে দেন তাঁরা ( Bollywood Director present net worth )। শুধু মাত্র পরিচালনা করে দর্শকদের উপহার দেন তিনি।

পর্দেদায় দেখা না গেলেও ক্যামেরার পিছনে থেকেই অভিনেতা অভিনেত্রীদের মতো কঠর পরিশ্রম করে তৈরি করেন একটা সিনেমা। তবে তাঁর পারিশ্রমিক কেমন? তাঁরাও কি অভিনেতা অভিনেত্রীদের মতই পারিশ্রমিক পান? নাকি আরও কম। এমন সব প্রশ্ন ঘরে সবার মনে। তাই আজ এই প্রতিবেদনে আপনাদের জানাব বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত এমনই কিছু বিখ্যাত এবং সুপরিচিত চলচ্চিত্র পরিচালকদের ( Bollywood Director present net worth ) সম্পর্কে। যারা তাদের কঠোর পরিশ্রম এবং যোগ্যতার ভিত্তিতে উপার্জন করেছেন প্রচুর অর্থও।

img 20220511 191435

করণ জোহর

তালিকায় প্রথমেই করণ জোহরের নাম দেখে আপনি যে অবাক হবেন না সেটা তো জানি। কারণ করণ জোহর একজন সফল প্রযোজক এবং পরিচালক ( Bollywood Director present net worth ) হিসাবে তার দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর সম্পত্তির কথা বলতে গেলে, আজ তিনি নিজেই তার নিজের প্রোডাকশন হাউস পরিচালনা করেন, তাঁর প্রোডাকশন হাউসের নাম ‘ধার্মা প্রোডাকশান’। শোনা যায় আজ যার মোট মূল্য প্রায় ১৪৫০ কোটি টাকা ।

 

 

img 20220511 191650

সঞ্জয় লীলা বনসালি

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ পরিচালক সঞ্জয় লীলা বানসালি আজ তার আইকনিক চলচ্চিত্রের জন্য পরিচিত। তাঁর পরিচালনার ( Bollywood Director present net worth ) ক্যারিয়ারে তিনি তৈরি করেছেন ‘বাজিরাও মাস্তানি’, ‘রামলীলা’ এবং ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’- র মতো শক্তিশালী এবং সেরা চলচ্চিত্র। তাঁর পরিচালিত ছবিগুলি সর্বদা সমাজের জন্য একটি বার্তা নিয়ে আসে। সঞ্জয় লীলা বনসালির মোট সম্পদ প্রায় ৫০০ কোটি টাকা বলা হয়।

img 20220511 191801

 এস এস রাজামৌলি

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষ পরিচালকদের তালিকার শীর্ষে থাকা এসএস রাজামৌলি। এই তালিকায় তাঁর নামটি ঠিক এই তালিকায় করণ জোহরের পরেই রয়েছে। তাঁর আরআরআর ( RRR ) ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। যে ছবি নিয়ে কথা বলার খুব একটা দরকার নেই। চলে আসি রাজামৌলির মোট সম্পত্তির ( Bollywood Director present net worth ) পরিমাণে। জনা যায় পরিচালক এসএস রাজামৌলির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১০ কোটি টাকা।

img 20220511 191849

ফারহান আখতার

পরিচালকের লিস্টে ফারহান আখতার -এর নাম দেখে অবাক হচ্ছেন? হওয়ারই কথা, কারণ বলিউডের একজন বহুমুখী অভিনেতা হলেন ফারহান আখতার। তবে আজকাল নিজেকে একজন চলচ্চিত্র পরিচালক প্রযোজক হিসেবে পরিচয় দেন। তিনি ‘ভাগ মিলখা ভাগ’ এবং ‘রক অন’-এর মত সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। ফারহান আখতারের মোট সম্পদ ( Bollywood Director present net worth ) প্রায় ১৪৮ কোটি টাকা। এবং এও জানা যায় আজ তিনি একটি ছবির জন্য প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা নেন।

Bollywood Director present net worth

রাজকুমার হিরানি

‘লাগে রাহো মুন্না ভাই’, ‘সঞ্জু’ এবং ‘থ্রি ইডিয়টস’-এর মতো সেরা এবং এভারগ্রিন ছবির পরিচালক হলেন রাজকুমার হিরানি। হিন্দি ছবির পরিচালক হিসাবে তাঁর একের পর এক সুপারহিট এবং ব্লকবাস্টার ছবি দিয়েছেন রাজকুমার হিরানি। হিট সিনেমার মতো তাঁর সম্পত্তির পরিমাণও সুপারহিট। আজ তাঁর সম্পত্তির ( Bollywood Director present net worth ) পরিমাণ প্রায় ১০০০ কোটি টাকা।

img 20220511 192103

কবির খান

কবির খান, যিনি বজরঙ্গি ভাইজান, ফ্যান্টম এবং এক থা টাইগারের মতো একাধিক সুপারহিট এবং সেরা চলচ্চিত্র পরিচালনা করেছেন, তিনি আজ বলিউড চলচ্চিত্র শিল্পের প্রবীণ পরিচালকদের ( Bollywood Director present net worth ) মধ্যে একজন। তিনি বিশেষ করে তাঁদের তথ্যচিত্রের জন্য পরিচিত। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ কবির খান প্রায় ৩০০ কোটি টাকার বেশি সম্পত্তির মালিক।

আরও পড়ুন – শুধুমাত্র টাকার বিনিময়ে নগ্নতা! দেখে নিন এমন ৫ অভিনেত্রীকে যারা ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন

আরও পড়ুন – বাবা নেই! অভিষেকের ছবিতে কেক খাইয়েই জন্মদিন কাটালো ডল, দৃশ্য দেখে আবেগে ভাসছে নেটপাড়া




Leave a Reply

Back to top button