Sonali Phohat: বিগ বস থেকে রাজনীতির আঙিনায়! জীবনের খেলায় তবু আজ হেরে গেলেন অভিনেত্রী সোনালী ফোগাট

নেহা চক্রবর্ত্তী, কলকাতা : সোনালি ফোগাট নামটি পরিচিতি পায় বিগবসের সিজন পর থেকেই। সেই সোনালি আজ নিজের শেষ নিশ্বাস ত্যাগ করলেন। গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হল অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাটের। তিনি নিজের কাজের মাধ্যমে অর্জন করেছিলেন অনেক কিছুই। খ্যাতি, যশ, প্রাচুর্য— সবই নিজের মনের জোড়ে করেছিলেন হাতের মুঠোয়। তবে সফলতা অত সহজে আসেনি তাঁর কাছে। এর নেপথ্যে আছে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস।
সোনালি ছিলেন কৃষক পরিবারের মেয়ে। অতি সাধারণ ভাবে আর পাঁচটা বাচ্চার মতনই শৈশব কেটেছে তাঁর। একটি সরকারি স্কুলে পড়াশোনা করেন দশম শ্রেণি পর্যন্ত । কিন্তু অল্প বয়সেই বিয়ে হয়ে যায় অভিনেত্রীর সঞ্জয় ফোগাটের সঙ্গে। কিন্তু কখনও তিনি বন্দী জীবন পছন্দ করেননি। জীবনের প্রতি মুহূর্তে চেয়েছিলেন নিজেকে প্রমাণ করতে। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হরিয়ানায় শুধু পুরুষরা বাইরে বেরতেন। আমাদের পরিবারেও একই নিয়ম ছিল। শ্বশুরবাড়ি থেকে আমায় পড়াশোনা করার অনুমতি দেওয়া হয়। কিন্তু বাইরে গিয়ে কাজ করার স্বাধীনতা ছিল না। কিন্তু আমি আমার স্বামীকে রাজি করিয়েছিলাম।’
ঠিক এর পরেই সোনালির আসল লড়াই শুরু। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন অভিনেত্রী। কিন্তু সেই মুহূর্তে তাঁকে সাহায্য করার মতন কেউ ছিল না। সোনালীর কথায়, ‘যা করার, নিজেকেই করতে হয়েছে। তখনই আমি রাজনীতিতে আসি। আমার স্বামীও আমার পাশে ছিলেন।’
হঠাৎ নিজের স্বামীর মৃত্যুর পর একাধিক সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা হয় সোনালির। তিনি বলেছিলেন, ‘আমার স্বামী চলে যাওয়ার বুঝলাম মেয়েদের আসলে কী ভাবে দেখা হয়। একজন মহিলা যদি অল্পবয়সি এবং সুন্দরী হন, তা হলে তাঁর বেঁচে থাকার অধিকার নেই। তাঁকে মানসিক অত্যাচার করা হবে, উল্টোপাল্টা কথা বলা হবে। সেই মহিলাকে বাড়িতে বসিয়ে রাখার চেষ্টা করা হবে।’
উল্লেখ্য ২০১৬ সালে অভিনয়ে পা দেন সোনালি। ‘এক মা জো লড়কো লিয়ে বনি আম্মা’ নামক ধারাবাহিকে প্রথম কাজ করেন তিনি। এ ছাড়াও একাধিক ভিডিয়োয় দেখা যায় তাঁকে। এরপরই বিগ বসে অংশগ্রহণ করেন তিনি। তবে বেশিদিন সেখানে থাকতে পারেন নি।