শাহরুখ-আমিরের জন্য শেষ হয়েছে জীবন! খানদের কাঠ গড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন মিস ইন্ডিয়ার

মন্টি শীল, কলকাতা : বলিউড, অর্থাৎ বিনোদনের জগতে এক এবং অনন্য দুনিয়া। বিনোদনের জন্য প্রতিদিন কতই না নিত্যনতুন সিনেমার প্রকাশ ঘটে। প্রকাশ ঘটে নতুন নতুন গল্পের। আর এখানেই নিত্যদিন নিত্য নতুন তারকা আসেন যারা নিজেদের ভাগ্য পরীক্ষা করার জন্য আসে। কিন্তু এমনও কিছু তারকা রয়েছেন যারা অতীতে জনপ্রিয় ছিলেন, বর্তমানে রয়েছেন আর ভবিষ্যতেও থাকবেন। আর এই তারকাদের মধ্যে অন্যতম হল শাহরুখ খান (Shahrukh Khan), সালমান খান (Salman Khan) ও আমির খান (Amir Khan)।

এরা বলিউডের আলোকোজ্জ্বল দুনিয়াতে জনপ্রিয়। কিন্তু এদের মধ্যে এমনও কিছু তারকা রয়েছেন যাদের সিনেমা হিট হওয়ার পরেও আর পরবর্তী সময়ে সিনেমার সুযোগ পাননি। যার ফলে এই বলি তারকারা একটা সময় জনপ্রিয়তার ভিড়ে হারিয়ে গিয়েছেন। নয়তো Nepotism বা স্বজন পোষনের অভিযোগ তুলে বিনোদনের জগতে তোলপার করেছেন। আর এই শ্রেণীর বলি তারকাদের মধ্যে একজন অন্যতম নাম হল, প্রাক্তন মিস ইন্ডিয়া সোনু ওয়ালিয়া (Miss India Sonu Walia)।

24c63

আরও পড়ুন ….‘ঋষিকে ভুলে দিব্যি আছেন নিতু’, ট্রোলারদের ধারণা ভেঙে যোগ্য জবাব দিলেন ঋষি-জায়া
আরও পড়ুন ….“শ্রাবন্তী টলিউডের সবচেয়ে বোকা অভিনেত্রী”, শুভশ্রী’র মন্তব্যে শত্রুতার গন্ধ নেটিজেনদের নাকে

বলিউডের এই অভিনেত্রী ১৯৮৫ সালে মিস ইন্ডিয়া (Miss India)র খেতাব জিতেছিলেন। বলিউডের এই মডেল অভিনেত্রী তার কর্মজীবন শুরু করেছিলেন মডেলিং থেকে। এর পর সেখান থেকে জনপ্রিয়তা অর্জন করার পর ধীরে ধীরে অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি। অভিনেত্রীর প্রথম অভিনিত বলিউড সিনেমা হল ‘খুন ভরি মাঙ’ (Khoon Bhari Maang)। ১৯৮৮ সালে এই সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেয়েছিল। সিনেমাতে এই অভিনেত্রী ছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী রেখা এবং কবির বেদি কে।

24c62

আরও পড়ুন ….পায়ে ব্যাথা নিয়েও নাচ! ‛কিশমিশ’ সাকসেস পার্টিতে পায়ে চোট নিয়ে তুমুল নেচে ভাইরাল মিঠাই

বলিউডের এই সিনেমাটি জনপ্রিয়তা অর্জন করার পর বিশেষভাবে এই নবাগত অভিনেত্রীর জনপ্রিয়তা পাওয়া সত্তেও, ধীরে ধীরে উধাও হয়ে যেতে দেখা গেল সোনু ওয়ালিয়া কে। তবে তার এই বিলুপ্তির জন্য কোনও না কোনও ভাবে দায়ী করেছেন বলিউডের তিন খানকে। তার অভিযোগ প্রতিভা থাকলেই হয়না, তার সঙ্গে সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে অভিনেতাদের উচ্চতার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে হবে। যদিও তার এই আকস্মিক মন্তব্যে হতবাক বিনোদন জগত। কিন্তু জানা গিয়েছে বলিউডের এই সুন্দরী অভিনেত্রী, অভিনয় জগতকে বিদায় জানালেও, বিদায় জানাননি ফিল্ম ইন্ডাস্ট্রিকে। সম্প্রতি এই প্রাক্তন মিস ইন্ডিয়া এক প্রযোজনা সংস্থা খুলেছেন, যার দ্বায়িত্ব ভারও নিজেই সামলাচ্ছেন।




Leave a Reply

Back to top button