বলি বনাম সাউথ যুদ্ধে বাজিমাত সাউথের! দক্ষতা জেরে হলিউডে পা দিয়েছেন যে দক্ষিণী তারকারা

প্রসঙ্গ যখন সিনেমা এবং বিনোদনের, তখন সাধারণ মানুষের কাছে হলিউডই বেশি প্রাধান্য পায়। স্বাভাবিকভাবেই মানুষ বলিউড টলিউড থেকে বেশি হলিউড বেশি পছন্দ করে থাকে। এমনকি বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরাও হলিউডে কাজ করার জন্য উৎসাহিত হয়ে পড়ে। ইতিমধ্যে বহু বলিউড তারকা যেমন ঐশ্বর্য্য রায় বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, দিপিকা পাদুকোন প্রমূখ হলিউডের বিভিন্ন ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন। তবে আপনি কি জানেন শুধুমাত্র বলিউডই নয়, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও বেশকিছু জনপ্রিয় তারকা হলিউডে কাজ করার সুযোগ পেয়েছেন ( south actors in Hollywood ) ।
রজনীকান্ত
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় রজনীকান্তকে ভারতের কে না চেনে? প্রিয় এই অভিনেতা নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে প্রত্যেক ছবি খুবই নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন। আর এর জন্য নেটিজেনদের কাছ থেকে অনেক ভালোবাসাও পেয়েছেন তিনি। যেখানে গত দু’দশক ধরে কেবলমাত্র বেশকিছু দক্ষিণী তারকাই হলিউডের নিজেদের জায়গা করতে পেরেছে, সেখানে রজনীকান্ত অনেক পূর্বেই হলিউডের নিজের নাম লিখিয়েছিলেন। ১৯৮৮ সালে অশোক অমিতরাজ এবং সুনন্দা মুরারী মনোহরের ছবি ‘ব্লাডস্টোন’ এ দেখা মিলেছিল রজনীকান্তের। এই ছবিতে একজন ক্যাব ড্রাইভারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
ধনুশ
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির আরেকজন জনপ্রিয় অভিনেতা হলেন ধনুশ। অভিনয়ের দিক থেকে খুবই দক্ষ এই অভিনেতা বর্তমানে ‘দ্য গ্রে ম্যান’ নামে একটি হলিউড ছবির জন্য শুট করছেন। অ্যান্টনি এবং জো রুশো পরিচালিত এই ছবিটি একটি অ্যাকশন থ্রিলার ছবি। মার্ক গ্রেনের একটি বই-এর উপর ভিত্তি করেই এই ছবিটি গড়ে উঠতে চলেছে। ছবিটিতে ধনুশকে রায়ান গসলিং এবং ক্রিস এভানস্-এর সাথে দেখা যাবে। যদিও এটা ধনুশের হলিউডে করা দ্বিতীয় ছবি। এর পূর্বেও ধনুশকে দেখা গিয়েছিল ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অফ দ্য ফকির’ ছবিতে।
তাবু
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তাবু। পূর্বেও বহু বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনয়ে প্রত্যেকবার দর্শকরা মুগ্ধ হয়েছে। তাকে প্রথমবার হলিউডে দেখা যায় ২০০৬ সালে। মীরা নায়ের পরিচালিত ‘নামেসাকে’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর একটি জনপ্রিয় আন্তর্জাতিক ছবি ‘লাইফ অফ পাই’ তে দেখা গিয়েছিল তাকে। উভয় ছবিতেই মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।