নতুন ভূমিকায় পর্দা কাঁপাতে আসছেন দক্ষিনী সুপারস্টার প্রভাস! এবার ‘শিবের’ চরিত্রে নজর কাড়বেন তিনি
আদিপুরুষের পর পিরিয়ড ড্রামায় দক্ষিণী তারকা প্রভাস!

পূর্বাশা, হুগলি: কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল
প্রভাস-কৃতি অভিনীত ছবি ‘আদিপুরুষ’। সমাজে ব্যাপক প্রভাব ফেলে এই ছবিটি। কিন্তু তীব্র দাঙ্গা হাঙ্গামার ফলে কার্যত বক্স অফিসে ধাক্কা খায় ‘আদিপুরুষ’। ছবিটিতে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রভাস আর সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন কৃতি। সম্প্রতি জানা যাচ্ছে, নতুন ভূমিকায় দর্শন দিতে চলেছেন দক্ষিণী সুপারস্টার।
রামের পর শিবের চরিত্রে অভিনয় করবেন তিনি।
ফের মাইথলজিক্যাল চরিত্রে দেখা যাবে অভিনেতা
প্রভাসকে। ‘কান্নাপা’ নামক আসন্ন পিরিয়ড ড্রামায়
দেখা যাবে তাঁকে। সেখানে ভগবান শিবের চরিত্রে রয়েছেন প্রভাস। সম্প্রতি এই খবর প্রকাশ্যে এনেছেন প্রযোজক বিষ্ণু মাঞ্চু। মুকেশ সিংয়ের পরিচালনায় তৈরি হবে এই পিরিয়ড ড্রামা। সিনেমায় ‘সীতা’ কৃতি না থাকলেও অভিনয় করবেন তাঁর বোন নুপুর শ্যানন।
ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মণি শর্মা ও স্টিফেন দেবাসি। ছবিটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে দর্শক উদ্দীপনা। প্রভাস কে নব ভূমিকায় দেখতে উৎসাহী দর্শক মহল। নতুন খবর শুনে অত্যন্ত উৎসাহিত অনুরাগীরা।