ভেজা চুলে কেবল তোয়ালেতেই ঢাকলেন বক্ষদেশ! রোমান্টিক নাচে মত্ত কাঞ্চনের ‘প্রেমিকা’ শ্রীময়ী

মন্টি শীল, কলকাতা : বাংলার বিনোদন জগৎ অর্থাৎ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি (Tollywood Film Industry) বেশ কিছু দিন যাবত দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর এই আলোচনার সম্ভাব্য কারণ হতে পারে টলিউডে আসন্ন সিনেমা, অথবা কোনও বাংলা ধারাবাহিক সম্পর্কিত ঘটনা, অথবা কোনও অভিনেতা বা অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। তবে ইদানিং কালে যে ঘটনাটি প্রকাশ্যে এসেছে তা বাংলা টেলিভিশন জগতের দর্শক তথা সমগ্র নেট দুনিয়ার বাসিন্দাদের একেবারে চমকে দিয়েছে। যাকে এককথায় বলতে গেলে বলা চলে হতভম্ব হয়ে যাওয়া।

কিন্তু এমন কি ঘটনা ঘটল সোশ্যাল মিডিয়াতে? সম্প্রতি টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoye Chattoraj) ওরফে টেলিভিশন দর্শকদের প্রিয় কৃষ্ণকলি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে অভিনেত্রীকে দেখা গিয়েছে ‘একেবারে ভেজা চুলে, একটি তোয়ালে পরিহিত অবস্থায়।’ শুধু তাই নয়, টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী তার এই লাশ্যময়ী রূপ নিয়ে বলিউডের এক জনপ্রিয় গানের তালে নাচচ্ছেন। অভিনেত্রীর দ্বারা এই ভিডিও পোস্ট করার পর একবারে ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

3c62

তবে ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের ভিন্ন ভিন্ন রকমের কমেন্টে ভরে যায় তার সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স। অভিনেত্রীর কিছু কিছু অনুরাগীদের পক্ষ থেকে ইতিবাচক কমেন্ট এলেও। বেশীর জনের কাছ থেকে আসতে থাকে নেতিবাচক কমেন্ট। যার জেরে সোরগোল পড়ে যায় সমগ্র নেট দুনিয়াতে। যদিও এই ভিডিও তার প্রথম নয়, এর আগে এই টেলি অভিনেত্রী টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan mallick) এর সঙ্গে একটি ভিডিওতে দেখা গিয়েছিল। যা একটা দীর্ঘ সময় ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেনসেশন হিসেবে পরিচিত ছিল।


তবে ভিডিও ভাইরাল হলেও বাংলার টেলিভিশন দর্শকদের কাছে এই অভিনেত্রী এক বিশিষ্ট স্থানে উপবেশিত। অভিনেত্রী শ্রীময়ী সর্বপ্রথম বাংলা ধারাবাহিক ‘কে আপন কে পর’-এ এক বিশেষ খলচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপর জি বাংলার পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ অভিনেত্রীকে তার কেরিয়ারের শিখরে পৌছে দেয়। খুব কম সময়ে বিপুল সংখ্যক অনুরাগী দেখে হতভম্ব হয়ে যান তাবড় তাবড় টেলি তারকারা। কিন্তু সম্প্রতি টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক এবং এই ধরনের ভাইরাল হওয়া ভিডিওর জেরে অনুরাগীদের মাঝে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন অনেকেই।




Leave a Reply

Back to top button