যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা!

প্যালেস্টাইন-ইজরায়েলের যুদ্ধ পেরিয়ে ঘরে ফিরলেন নায়িকা নুসরত ভরুচা।

পূর্বাশা, হুগলি: যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত ইজরায়েল প্যালেস্টাইন। আটকে পড়েছেন শয়ে শয়ে মানুষ। ওই দেশের মানুষের ভিড়ে আটকে পড়া মানুষদের
এখন একটাই চাওয়া। সুস্থ ভাবে যেন ঘরে ফেরা যায়। এরইমধ্যে ইজরায়েলের যুদ্ধে আটকে পড়েন বলিউড নায়িকা নুসরত ভরুচা। তবে সম্প্রতি তিনি জানিয়েছেন, সুস্থ ভাবে ফিরে এসেছেন বাড়িতে।

Bollywood,Actress,Nusrat Bharuccha,Israel-Palestine Conflict

সূত্রের খবর, ইজরায়েলে আটকে পড়েছিলেন অভিনেত্রী। যুদ্ধ পরিস্থিতি চলায় কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না তাঁর সঙ্গে। যোগাযোগ না হওয়ায় চিন্তায় পড়েছিলেন তাঁর পরিবার ও পরিজনেরা। তবে সব বাধা কাটিয়ে ঘরে ফিরেছেন
অভিনেত্রী। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, এমব্যাসির সাহায্যে নিরাপদে ভারতে ফিরেছেন তিনি।

Bollywood,Actress,Nusrat Bharuccha,Israel-Palestine Conflict

জানা যাচ্ছে, হাইফা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইজরায়েলে ছিলেন অভিনেত্রী নুসরত ভরুচা। এদিকে হামসের সন্ত্রাস হামলার পর পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অবশেষে সমস্ত চিন্তার মুহুর্ত কাটিয়ে সম্প্রতি বাড়ি ফিরেছেন অভিনেত্রী।




Leave a Reply

Back to top button