মাত্র ২৮ বছর বয়সেই অভিনয় ছেড়ে দেন, কিন্তু কেন? মুখ খুললেন সুস্মিতা
চার, পাঁচ বছর নয়, দীর্ঘ ২৮ বছরের বিরতি! পর্দায় দেখা যায়নি সুস্মিতা সেনকে। তবে খবরে থেকেছেন।

চার, পাঁচ বছর নয়, দীর্ঘ ২৮ বছরের বিরতি! পর্দায় দেখা যায়নি সুস্মিতা সেনকে। তবে খবরে থেকেছেন। কয়েকদিন আগেই ললিত মোদীর সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়ে তোলপাড় বিটাউন। ললিত আবার ফটো ক্যাপশনে ‘অর্ধাঙ্গিনী’ লেখেন। জল্পনা ছড়ায়, তবে কি ললিতকেই বিয়ে করছেন প্রাক্তন মিস ইউনিভার্স?
মাত্র ১৮ বছর বয়সে মিস ইউনিভার্স খেতাব জেতেন সুস্মিতা সেন। তিনিই প্রথম বাঙালি শুধু নন, প্রথম ভারতীয় হিসেবে এই খেতাবের অধিকারী হন। এরপরই খুলে যায় বলিউডের দরজা। একের পর এক হিন্দি সিনেমায় চুটিয়ে কাজ করতে শুরু করেন। কিন্তু তারপর যে কী হল! আচমকাই যেন পর্দা থেকে হারিয়ে গেলেন সুস্মিতা।
তখন বয়স মাত্র ২৮। কেরিয়ার মধ্যগগনে। কিন্তু রূপালি পর্দার মায়া কাটিয়ে কেন আচমকা সন্ন্যাস নিলেন অভিনেত্রী? এতদিন বাদে সেই নিয়ে মুখ খুললেন প্রাক্তন মিস ইউনিভার্স। ২০২০ সালে ‘আরিয়া’ ওয়েব সিরিজের হাত ধরে ফের অভিনয়ে ফিরেছেন। কামব্যাকেই মুগ্ধ করেছেন দর্শকদের। আর ২৩-এর ‘তালি’ ওয়েবসিরিজ তাঁর অভিনয় জীবনের মাইলফলক হতে চলেছে। রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা।
এই নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে অভিনয় জীবনে বিরতির প্রসঙ্গ ওঠে। সুস্মিতা বলেন, ‘আমি বড় পর্দা থেকে বিরতি নিয়েছিলাম। কারণ মনে হচ্ছিল, কাজটা আমি আর উপভোগ করছি না। এমন কোনও চরিত্র পাচ্ছিলাম না, যেখানে অভিনেত্রী হিসেবে উন্নতির সুযোগ রয়েছে’।
সুস্মিতা সুন্দরী, একাধিক সম্পর্কেও জড়িয়েছেন। কিন্তু কোনও সম্পর্কই ছাদনাতলা অবধি যায়নি। ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নেন সুস্মিতা। তাঁর কথায়, ‘সিনেমা থেকে দূরে সরে যাওয়ার এটাও একটা কারণ। আমি মাতৃত্বকে উপভোগ করতে চেয়েছিলাম’।এর কয়েকদিন পর ছোট মেয়ে আলিশাকে দত্তক নেন বঙ্গতনয়া। এখন দুই মেয়ে বড় হয়েছে। রেনে মায়ের দেখানো পথে অভিনয়কেই বেছে নিয়েছেন। সুস্মিতাও আবার ফিরেছেন পর্দায়।