হট অবতারে ধরা দিলেন ‘তারক মেহতা’ অভিনেত্রী নিধি ভানুশালি,সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল প্রকাশিত ছবি

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ( Taarak Mehta Ka Ooltah Chashmah ) ছোট্ট সোনুকে নিশ্চয় সবার মনে আছে। মনে থাকারই কথা,’তারক মেহতা’-র মত জনপ্রিয় সিরিয়ালের কথা কেউই ভুলতে পারবে না। এই সিরিয়ালটি দর্শক মনে এতটাই ছাপ ফেলেছিল জে,সিরিয়ালটি রিল থেকে রিয়েল লাইফে জুড়ে যেতে বেশি সময় নেয়নি। ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ( Taarak Mehta Ka Ooltah Chashmah ) -র সোনু ওরফে নিধি ভানুশালি বহুদিন আগেই এই সিরিয়ালটি থেকে বেরিয়ে গেছেন। পড়াশুনোর জন্য তিনি এই কাজটি শেষ করেন বলে জানা গেছে। তবে মাঝে মাঝেই গোকুল ধামের সোনু ভাইরাল হয়ে পড়ে তার সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত ছবির জন্য । নেটিজেনদের প্রিয় সোনু সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। এর আগেও বহুবার তিনি আলোচনায় এসেছেন। তিনি সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই নিজের হট অবতার প্রকাশ্যে নিয়ে আসেন। কিছুদিন আগেও পরিবেশ সচেতনতা সংক্রান্ত ছবি প্রকাশ করেন,যা নেটিজনদের বেশ আকর্ষিত করে। এবারও নিধি ভানুশালি ( Nidhi Bhanushali ) সামনে এনেছেন তার নতুন লুক।
আরও পড়ুন………দুর্দান্ত ক্রিকেট মোহিত মোহালি, উচ্ছ্বাসিত রোহিতের টিম ইন্ডিয়া
জিন্স ও জলপাই রঙের টপে দেখা গেছে এই সুন্দরীকে। বেশ সাবলীল ও মোহময়ি ভঙ্গিতে ধরা দিলেন এই অভিনেত্রী। ‘তারক মেহতা কা উল্টা চশমা’-য় সোনুকে দেখা গেছে একজন মেধাবী ও পড়াকু টাইপসের মেয়ের চরিত্রে। মেধাবী সোনু টাপুর বেস্ট ফ্রেন্ড। পর্দায় ওদের বন্ধুত্ব নেটিজেনদের মন জয় করে নিয়েছিল। অনেক বছর ধরেই সোনু ‘তারক মেহতা’য় কাজ করে পরবর্তীতে পড়াশুনোর জন্য তিনি কাজ থেকে বিরতি নেন।
আরও পড়ুন……“বাঁচতে হলে নিজের মত করেই বাঁচব”,কেন এমন বললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী
তবে মজার বিষয় হল অভিনেত্রীর পোস্ট করা সব পোস্টেই নেটিজেনরা বেশ মজার মজার কমেন্ট করেন। তার ইন্সটা ফলোয়ারের সংখ্যা আকাশছোঁয়া। বিভিন্ন হাস্যমূলক মন্তব্য উড়ে আসে নেটিজেনদের থেকে। টেলিভিশনের এই অভিনেত্রীকে এরুপ অবতারে দেখে নেটিজেনদের মধ্যেও উত্তেজনার শেষ নেই। ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনু অর্থাৎ নিধি ভানুশালিকে এই ধারাবাহিকে দেখা যায়। বর্তমানে সেই চরিত্রে অভিনয় করছেন পলক সিধওয়ানি।