সমাজের ধার ধারেননা তাহিরা! লোক লজ্জার মাথা খেয়ে সর্বসমুক্ষে সেক্স নিয়ে অকপট আয়ুষ্মান পত্নি

মন্টি শীল, কলকাতা : বলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম দুনিয়ায়। বিনোদনের এই অন্যতম দুনিয়ার অগণিত অনুরাগী রয়েছেন যারা প্রতিনিয়ত তাদের প্রিয় তারকাদের সম্পর্কে নিত্য নতুন তথ্য সংগ্রহ করে চলেছে। আর এই তথ্য কিছু কিছু ক্ষেত্রে বিতর্কিত না হলেও, বেশীর ভাগ ক্ষেত্রেই নতুন বিতর্কের জন্ম দেয়। সম্প্রতি এমনই এক বিতর্কিত ঘটনার দরুন নেট দুনিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই বলিউড অভিনেতা। আর সেই জনপ্রিয় বলিউড অভিনেতার নাম হল আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)।

বিতর্কিত ঘটনার সূত্রপাত হয়েছে কিছু দিন আগে, সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) স্ত্রী তাহিরা কাশ্যপ (Tahira kashyap)- এর লেখা বই। যার নাম ‘দ্য ৭ সিনস অফ বিয়িং এ মাদার ’ (The 7 Sins of a Being mother)। সেই বইতে তাহিরা নিজের যৌন জীবন (Sex life) সম্পর্কে মন্তব্য করেছেন। শুধু তাই নয় এই বইতে আয়ুষ্মান পত্নী একজন মেয়ে থেকে মা হয়ে ওঠার যাত্রা নিয়ে মন্তব্য করেছেন। তাহিরা-র লেখা বই প্রকাশিত হওয়ার পর ইতিমধ্যেই জনসমক্ষে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

31c42

কিন্তু সম্প্রতি, এক বিশেষ আলোচনা সভায় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা-র লেখা বই প্রসঙ্গে খোদ অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়। কিন্তু প্রশ্নে উত্তর ইতিবাচকের জায়গায় নেতিবাচক আসে। অভিনেতা বলেছেন, ‘তাহিরা-র লেখা বই প্রকাশিত হয়েছে ঠিকই। কিন্তু তিনি তা এখনও পর্যন্ত পড়ে দেখেননি।’ সাধারণ ভাবেই এই মন্তব্যের পর সমালোচকদের মনে প্রশ্ন ওঠে, অভিনেতার জন্য এই বই সম্পূর্ণ রূপে বিনা মূল্যের, তবে তিনি তা কেন পড়েননি।

31c43

কিন্তু এই দিন বলিউড অভিনেতা তার স্ত্রী এর লেখা বই সম্পর্কে একেবারে খোলামেলা মন্তব্য করে বলেছেন, ‘এই আলোচিত বইটি পাঠকদের কাছে একটি বিনোদন মূলক বিষয় হতে পারে। কিন্তু বাস্তবে তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করতে পছন্দ করেন না।’ অভিনেতা আরও সংযোজন করে বলেছেন, ‘তার স্ত্রী তাহিরা যা চাইবেন তাই করবেন, এই নিয়ে তার কোনও বক্তব্য নেই।’ তবে স্ত্রী-এর প্রকাশিত বইতে অভিনেতা ক্ষুদ্ধ কিনা সেতো সময় বলবে। কিন্তু এই মন্তব্যের পর সমালোচকরা যে বাড়তি অক্সিজেন পেল তা বলতে কোন সংকোচ নেই।




Leave a Reply

Back to top button