অসম্ভব স্ট্রাগল! কোটা ফ্যাক্টরি থেকে ফুলেরার ‘সচিবজি’, সাফল্যে মোড়া আজকের জিতু

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের একাংশ বেশ কিছু দিন যাবত চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর তার অন্যতম কারণ হল, বলিউডে মুক্তি পাওয়া একের পর এক হিট সিনেমা। বিগত করোনা মরসুমে বিনোদনের এই বিশেষ ক্ষেত্রটি সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে বেশ চাঙ্গা হয়ে উঠেছে। কারণ ইদানিং কালে ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত ২ (Panchayat 2)। যা ইতিমধ্যেই বিনোদন জগতে ভীষণ রকম ভাবে দাপিয়ে বেড়াচ্ছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon prime video)-তে এই সিনেমা মুক্তি পেয়েছে।

এর আগে এই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল পঞ্চায়েত ১। যা লকডাউনের পরিস্থিতিতে ঘরবন্দি দর্শকদের দারুণ ভাবে বিনোদন করেছিল। কিন্তু ওয়েব সিরিজের প্রথম বা দ্বিতীয় ভাগ নয় দর্শকদের দাবি খুব শীঘ্রই মুক্তি দিতে হবে এর তৃতীয় ভাগকে। তবে ওয়েব সিরিজ তো জনপ্রিয় হয়েছে কিন্তু, তার সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছেন, ওয়েব সিরিজের অভিষেক ত্রিপাঠী ওরফে অভিনেতা জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। জানা গিয়েছে, পঞ্চায়েতের এই অভিনেতা বিনোদনের জগতে প্রবেশ করার আগে আইটিআই ছাত্র এবং প্রশিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।

30c33

আরও পড়ুন ….“উচ্চাকাঙ্ক্ষা জেরেই এই পরিণতি!”, মডেলদের আত্মহত্যার প্রসঙ্গে বিস্ফোরক অভিনেত্রী নুসরাত
আরও পড়ুন ….সর্ব সম্মুখেই ডোনার সঙ্গে প্রেমে মেতেছেন সৌরভ! দাদাগিরি’র মঞ্চে জড়িয়ে ধরে চলল কোমর দোলানো

শুধু তাই নয়, অভিনয়ের জগতে আসার আগে জিতেন্দ্র এক বহুজাতিক সংস্থাতে চাকরিও করেছেন। এমনকি মুম্বাইয়ের আইটিআই ছাত্রের প্রশিক্ষণ পর্যন্ত দিয়েছেন এই অভিনেতা। জানা গিয়েছে, জিতেন্দ্র অতিব সহজ সরল পরিবারের একজন সদস্য। জীবনের শুরুতে কঠোর পরিশ্রম ও দক্ষতা দিয়ে নিজের পরিচিতি গড়ে তুলেছেন এই অভিনেতা। কিন্তু পরবর্তী সময়ে তিনি তার আইটিআই-এর পদ ছেড়ে প্রবেশ করেন বিনোদনের জগতে। আর এক সহজ সরল পরিবারের ছেলে জিতেন্দ্র বিখ্যাত হয়ে পঞ্চায়েত-এর সচিবজি হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

30c32

আরও পড়ুন ….একের পর এক আত্মহত্যা! পল্লবী-বিদিশা পেরিয়ে শহরে উদ্ধার ১৯-এর উঠতি মডেলে মৃতদেহ

পঞ্চায়েতের সচিবজি ওরফে জিতেন্দ্র কুমার, আইটিআই ছাত্রদের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দিতেন, খুলেছিলেন নিজস্ব কোচিং সেন্টার। সেই সময় তিনি কারোর কাছে হয়ে উঠেছিলেন জিতু স্যার আবার কারও কাছে জিতু ভাইয়া। তবে একজন শিক্ষকের ভূমিকায় সেইরকম ভাবে উত্তীর্ণ হতে না পারলেও সচিবজি হিসেবে দর্শকদের মনে বেশ বিরাট অংশ জুড়ে রয়েছেন জিতেন্দ্র। পঞ্চায়েত এর প্রথম এবং দ্বিতীয় ভাগের পর অতি আগ্রহের সঙ্গে তৃতীয় ভাগের জন্য অপেক্ষা করছেন দর্শক মহল। আর এই বিষয়ে নিয়ে রীতিমতো উত্তাল সোশ্যাল মিডিয়া। তবে এই বিশেষ মুহূর্তকে বেশ উপভোগ করছেন পঞ্চায়েতের সচিবজি ওরফে অভিনেতা জিতেন্দ্র কুমার।




Leave a Reply

Back to top button