প্রতীক্ষার অবসান, শীঘ্রই মুক্তি পাচ্ছে রোমহর্ষক সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যানের’ তৃতীয় পর্ব

রাখী পোদ্দার, কলকাতা : ‘দ্য ফ্যামেলি ম্যান’ ( The Family Man 3) এর কথা তো নিশ্চয়ই মনে আছে আপনাদের। একজন ফ্যামিলি ম্যান হওয়ার সাথে সাথে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দায়িত্বপূর্ণ দায়ভার এই দুইয়ের টানাপোড়েন অবলম্বনে তৈরি করা হয় এই ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের গল্প দর্শকদের বেশ মন কেড়েছিল। ২০১৯ সালে এসেছিল এই ওয়েব সিরিজের ( Web Series) প্রথম সিজন। ২০২১ সালে বেড়িয়ে ছিল এর দ্বিতীয় সিজন। যা দেখার পর রীতি মতো উত্তেজনার বাঁধ ভেঙে যায় দর্শকমহলের। অধীর আগ্ৰহে বসে আছেন তাঁরা “দ্য ফ্যামিলি ম্যান” ( The Family Man 3) এর তৃতীয় সিজনের অপেক্ষায়। তবে এখন আর দীর্ঘ অপেক্ষা নয়, অপেক্ষার দিন এবার শেষ। অবশেষে “দ্য ফ্যামিলি ম্যান”এর দর্শকমহলের জন্য দীর্ঘ এক বছর পর সুখবর এল নির্মাতাদের তরফ থেকে।

Dadasaheb Phalke IIF Awards 2022 : অনুষ্ঠিত হল ” দাদাসাহেব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ২০২২” , রইল তার বিস্তারিত

The Family Man 3The Family Man 3 : ‘দ্য ফ্যামেলি ম্যান’এর তৃতীয় সিজন –

প্রথম সিজেনে দেখতে পাওয়া গেছে দিল্লিতে জঙ্গি হামলা। দ্বিতীয় সিজনে ছিলেন শারিব হাশমি ( Sharib Hashmi), প্রিয়মণি ( Priyamani),সামান্থা রুথ প্রভু ( Samantha Ruth Prabhu), এবং শ্রেয়া ধন্বন্তরী ( Shreya Dhanwanthary) তোন আরও অনেকে। যেখানে তামিলনাড়ুর বুকে স্লিপার সেলের সঙ্গে লড়াই থেকে কিভাবে নিজের মেয়েকে নিরাপদে ঘরে ফেরান, আর তারই মাঝে স্ত্রী’র বিবাহ বহির্ভূত সম্পর্ক সব মিলিয়ে এক টানটান উত্তেজনায় চলে ‘দ্য ফ্যামেলি ম্যান’এর দ্বিতীয় সিজনের গল্প। যদিও আগেই ‘দ্য ফ্যামেলি ম্যান’এর দ্বিতীয় সিজনের শেষেই এর তৃতীয় সিজনের ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছিল। সম্ভবত তৃতীয় সিজনে করোনা অতিমারির প্রেক্ষ্যাপটে চিন ও উত্তর পূর্ব ভারতের যোগাযোগকে কেন্দ্র করেই এগোবে এর গল্প। তবে এখন প্রশ্ন হল এই যে, কোভিড যুদ্ধের মাঝেও কি তবে জঙ্গিদের যোগসূত্র দেখতে পাওয়া যাবে শ্রীকান্ত তিওয়ারি ওরফে মনোজ বাজপেয়ীর ( Manoj Bajpayee) ‘দ্য ফ্যামেলি ম্যান’এর তৃতীয় সিজনে ( The Family Man 3)?

কথা রাখেনি আমির খান, বলি পাড়ায় কেন মুখ পুড়েছে মিস্টার পারফেকসনিস্টের

The Family Man 3 : ‘দ্য ফ্যামেলি ম্যান’ এর তৃতীয় সিজনের শুটিং –

‘দ্য ফ্যামেলি ম্যান’ ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকমহলে সকলের মন কেড়েছিলেন মনজ বাজপেয়ী ( Manoj Bajpayee)। শুধু মনোজ বাজপেয়ী নয় চিরসঙ্গী ‘জে কে’ চরিত্রে শরিব হাসমি, এবং স্ত্রীর ভূমিকায় দক্ষিনী অভিনেত্রী প্রিয়মণি চরিত্রও বেশ প্রশংসা কুড়িয়েছে। ওয়েব সিরিজে আমরা দেখছি কিভাবে মনজ বাজপেয়ী একই সাথে পারিবারিক জীবন এবং পেশাকে সামলে এসেছেন। এক সাক্ষাৎকারে পরিবার ও পেশার মধ্যে কোনটি তাঁর কাছে আগে জানতে চাইলে মনজ বাজপেয়ী এর উত্তরে বলেন, তাঁর কাছে পরিবারের গুরুত্ব খুবই বেশি। তিনি সত্যিই ভাগ্যবান এরকম একটি পরিবার পেয়ে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই শুরু হবে ‘দ্য ফ্যামেলি ম্যান’এর ( The Family Man 3) তৃতীয় সিজনের শুটিং। প্রতিবারের মত এবারেও পরিচালক আসনে দেখতে পাওয়া যাবে রাজ নিদিমোরু ( Raj Nidimoru) এবং কৃষ্ণা ডিকে ( Krishna DK) কে।




Leave a Reply

Back to top button