অ্যাভেঞ্জার্স এর মতই শক্তিশালী শক্তিমান,বললেন নব্বই দশকের ছোটপর্দার চর্চিত সুপারহিরো মুকেশ খান্না

‘শক্তিমান’ ( Shaktimaan ) এই নামটির সঙ্গে নিশ্চয় আপনাদের পরিচয় আছে। থাকারই কথা,নব্বইয়ের দশকে ভারতীয় ছোটপর্দার ইতিহাসে ( Indian Super Hero ) সবথেকে আলোড়িত ও জনপ্রিয় ছিল শক্তিমান ( Indian Super Hero ) । নব্বই দশকের প্রজন্মের কাছে ‘শক্তিমান’ ( Shaktimaan ) ছিল স্বপ্নের হিরো। সেই সময় এই অ্যাকশনধর্মী পিরিয়ড ড্রামাটি বাচ্চাদের এতটাই অনুপ্রাণিত করেছিল যে তারা স্বপ্নে ও বাস্তবে শক্তিমানের মতই হতে চাইতেন। শক্তিমানের চরিত্রটিতে কাজ করেছেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুকেশ খান্না ( Mukesh Khanna )। মুখ্যভুমিকায় অভিনয় করে তিনি সারা ভারতবাসীর মন জিতে নিয়েছিলেন বিশেষত শিশু কিশোরদের নয়নের মণি ছিলেন মুকেশ খান্না ওরফে শক্তিমান। টানা সাত বছর ধরে এই পিরিয়ডধর্মী ড্রামাটি সম্প্রচারিত হয়েছিল। মার্বেল হিরোদের থেকে শক্তিমান ( Indian Super Hero ) কম কিছু নয় এবার খোদ নিজেই তুলনা টানলেন।
আরও পড়ুন………কেন্দ্রের ব্যাক-টু-স্কুল অভিযান, চার লক্ষ তরুণী স্কুলমুখী
আসলে যে সময় ভারতে ‘শক্তিমান’ ( Indian Super Hero ) আসে তখনও পর্যন্ত মার্বেল হিরোদের দাপট এদেশে পড়েনি। তখন স্বপ্নের পুরুষ বলতে একজনই ছিল আর সেটা হলেন ‘শক্তিমান’। সম্প্রতি প্রকাশ্যে এসছে ভারতের সবচেয়ে চর্চিত সুপারম্যান ‘শক্তিমান’-র উপর সিনেমা বানাতে চলেছেন সোনি পিকচারস। ইতিমধ্যেই তারা স্বত্ত কিনে নিয়েছেন বলে জানা গেছে। এটি একটি ট্রিলজি প্রোজেক্ট হতে চলেছে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউডদের নামজাদা কোনও অভিনেতাকে। এখনও প্রকাশ্যে আসেনি সেই খবর। প্রচারেও থাকবে নামী ব্যক্তিত্ব। এই ছবিটির বিষয়ে এখনও পর্যন্ত বিশেষ মুখ খোলেননি নির্মাতারা।
আরও পড়ুন…………নারী দিবসে মমতামাখা প্রদর্শনী বাংলা-জুড়ে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী প্রচার
এক নামজাদা সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ‘শক্তিমান’ ওরফে মুকেশ খান্না জানান,”শক্তিমানের সঙ্গে যদি আয়রন ম্যান,স্পাইডার ম্যান কিংবা সুপারম্যানের সঙ্গে তুলনা করা হয় সেক্ষেত্রে শক্তির একটা তারতম্য দেখা যাবে। এমন অনেক কিছুই আছে যা ওরা পারেনা। অন্যদিকে শক্তিমান ( Indian Super Hero ) সব করতে পারে। অ্যাভেঞ্জার্স এর মতই।” মুকেশ আরও জানান যে অ্যাভেঞ্জার্স এর সাথে পাল্লা দেওয়ার মত কিছুই নেই,কারণ শক্তিমান ঐশ্বরিক ক্ষমতাসম্পন্ন। অতিমানবীয় সকল প্রকার শক্তির আধার এই শক্তিমান।’শক্তিমান’ শুধুমাত্র হিন্দিতে নয় পোগোতে ইংরেজি,তরঙ্গ টিভিতে ওড়িয়া ও চুট্টী তিভিতে তামিল ভাষায় সম্প্রচারিত হয়। এখন শুধু অপেক্ষা নব্বই দশকের ঐতিহাসিক পিরিয়ড ড্রামা ‘শক্তিমান’ এর সিনেমাকে কেন্দ্র করে,দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়ে।