The Kashmir Files : এবছরের সবথেকে বড় সিনেমা হতে পারে দ্য কাশ্মীর ফাইলস, আক্রমণ কুইনের

রাখী পোদ্দার, কলকাতা : বহু প্রতীক্ষার পর অবশেষে গত সপ্তাহে মুক্তি পেয়েছে “দ্য কাশ্মীর ফাইলস” ( The Kashmir Files)। বলিউড অভিনেতা অনুপম খেরের ( Anupam Kher) এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ( Vivek Ranjan Agnihotri)। কাশ্মীরি পন্ডিতের কাশ্মীর ( Kashmir) ছেড়ে চলে আসার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবির গল্প। সেই গল্পই দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন তাঁদের আশেপাশের সিনেমা হল গুলিতে। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর পরই রীতিমতো ঝড় তুলেছে এই সিনেমা। প্রেক্ষাগৃহ হোক কিংবা সোশ্যাল মিডিয়া ( Social Media) এই সিনেমার গল্প হার মানিয়েছে অন্য বলিউড সিনেমাকে। মুক্তির দ্বিতীয় দিনেই এক লাফে সাফল্য ছুঁয়েছে এই সিনেমাটি ( The Kashmir Files)। প্রথম দিনে প্রায় ৩.৫ কোটি টাকা আয় করার পরে, এই সিনেমা দ্বিতীয় দিনে আয় করে প্রায় ৮.৫ কোটি টাকা। এখনো পর্যন্ত যারা যারা এই সিনেমাটি দেখেছে তাঁদের এর গল্প সম্পর্কে যেন প্রশংসা থামছে না। আর তার সাথে সাথেই ফের বলিউড ইন্ডাস্ট্রিকে আক্রমণ করলেন বলিউড “কুইন” ( Queen)।

দ্যা কাশ্মীর ফাইলস কি একটি ইসলাম বিরোধী ছবি! জেনে নিন সত্যি

The Kashmir Filesবলিউড অভিনেত্রী ( Bollywood Actress) কঙ্গনা রানাউত ( Kangana Ranaut) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে “দ্য কাশ্মীর ফাইলস” ( The Kashmir Files) সম্পর্কে প্রশংসা করেন এবং বলিউডের “পিন ড্রপ সাইলেন্স” ( Pin drop Silence) নিয়ে মুখ খুলেছেন। বছরের সবচেয়ে সফল এবং লাভজনক চলচ্চিত্র সম্পর্কে কথা না বলার জন্য “মণিকর্ণিকা” ( Manikarnika) অভিনেত্রী বি-টাউন সেলিব্রিটিদের তিরস্কার করেছেন। কঙ্গনা রানাউত লিখেছেন ( Kangana Ranaut), “দ্য কাশ্মীর ফাইলস” ( The Kashmir Files) নিয়ে বলিউডে একটি “পিন ড্রপ সাইলেন্স” লক্ষ্য করা যাচ্ছে। শুধু বিষয়বস্তু নয় ব্যবসার দিক থেকেও এর বিনিয়োগ ও লাভের অনুপাত অনুকরণীয়। এটি এমন একটি কেস স্টাডি হতে পারে যেটি বছরের সবচেয়ে সফল এবং লাভজনক চলচ্চিত্র হবে। এটি থিয়েটারগুলির বড় বাজেট, ইভেন্ট ফিল্ম বা ভিজ্যুয়ালের জন্য একচেটিয়া হওয়ার বিষয়ে অনেক ভুল ধারণাও ভেঙে দিয়েছে। এটি সেখানে থাকা প্রতিটি পৌরাণিক এবং পূর্ব ধারণাকে ভেঙে দিচ্ছে এবং দর্শকদের থিয়েটারে ফিরিয়ে আনছে। এছাড়াও তিনি আরও লেখেন, বিকেল ৬টার সময়ের শোটি সম্পূর্ণরূপে হাউসফুল ( Housefull) ছিল যা সত্যিই অবিশ্বাস্যকর। বলিডাউড এবং তাঁর শাগরেদরা এতে গভীরভাবে শোকাহত। পুরো দুনিয়া তাঁদের দেখছে কিন্তু তাঁদের একটা অক্ষরও বলার ক্ষমতা নেই। তাঁদের সময় শেষ।

 

তাছাড়াও “দ্য কাশ্মীর ফাইলস” ( The Kashmir Files) এর নির্মাতাদের খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Prime Minister Narendra Modi) নিজে ফোন করে তাঁদের এই সাহসিকতার জন্য প্রশংসা করেছেন। বিবেক অগ্নিহোত্রী সহ প্রযোজক অভিষেক আগরওয়াল এবং অভিনেত্রী পল্লবী জোশীকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চলচ্চিত্র নির্মাতা অভিষেক আগরওয়াল ( Abhishek Agarwal) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তাঁদের সাক্ষাতের কয়েকটি ছবি শেয়ার করেছেন এবং পাশাপাশি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জির সাথে দেখা করে আনন্দিত হয়েছিলেন তিনি। যা এটিকে আরও বিশেষ করে তোলে তা হল #TheKashmirFiles সম্পর্কে তার প্রশংসা এবং মহৎ কথা। চলচ্চিত্র নির্মাণের জন্য তাঁরা কখনোই গর্বিত ছিলেন না। ধন্যবাদ মোদীজি।




Leave a Reply

Back to top button