গ্রামের গল্প উঠে আসছে ওটিটিতে, জেনে নিন নির্মাতাদের ভাবনা

ভারতে ওটিটি প্ল্যাটফর্মের ( web platforms ) জনপ্রিয়তা কতটা শীর্ষে সেকথা আর কি বলব। শুধু কি ভারতে বললে ঠিক হবে,সারা বিশ্বেই এখন ওটিটির ( web platforms ) জনপ্রিয়তা তুঙ্গে। ওটিটি প্ল্যাটফর্মের মত স্বাধীন ও বিস্তারিত প্ল্যাটফর্ম খুব কম আছে। ভারতীয় তারকারাও আজকাল মুখিয়ে থাকে ওয়েভে কাজ করার জন্য। এছাড়াও শুধু তাই নয় ভারতীয় পরিচালকদের মধ্যে ওটিটি প্ল্যাটফর্মের প্রতি বিশাল ঝোঁক তৈরি হচ্ছে। এখন কম করে হলেও মাসে ৩ থেকে চারটি করে হলেও নতুন নতুন গল্প ওয়েভে আসছে। দর্শকদের কাছেও এর গ্রহণযোগ্যতা অনেক পরিমাণে হলেও বেশি। সিনেমা হলের থেকেও বেশি জনপ্রিয়তা এখন ওয়েভ প্ল্যাটফর্মের ( web platforms )। তবে হাঁ ওয়েভের ( web platforms ) জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনই এই প্ল্যাটফর্ম ( web platforms ) নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। ভারতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জনপ্রিয়তার সাথে ওয়েভ প্ল্যাটফর্মর নিন্দাও হয়ে চলেছে।
আরও পড়ুন…………সমালোচনার পরিণাম কি মৃত্যু? রাশিয়ান মডেলের মৃতদেহ নিয়ে প্রশ্নের মুখে পুতিন
ভারতীয় ওয়েভ ( web platforms ) নির্মাতাদের মধ্যে হার্দিক মেহতা জানান যে, ওয়েভের জনপ্রিয়তা নির্ভর করে সম্পূর্ণ আপনি কিভাবে আপনি গল্প লিখছেন তার উপর। ভারতীয় ওয়েভের মধ্যে লক্ষ্য করলেই দেখা যাবে আঞ্চলিক গল্পের প্রাধান্য বেশি। যেমন রাহাজানি,ড্রাগ ডিলার, সিরিয়াল কিলার এধরনের কাহিনীগুলো অনেক বেশি উপজীব্য বলে বিবেচিত হয়। তার মতে যত বেশি লোকাল কাহিনী হয়ে ওঠা যাবে তত বেশি করে যেন দর্শকদের সাথে সম্পৃক্ত হয়ে ওঠা যায়। হার্দিক আরও জানান আন্তর্জাতিক ওয়েভ সিরিজগুলোর জনপ্রিয়তার পেছনে এটাই একটা কারণ। তারা আঞ্চলিক কাহিনীর উপর অত্যাধিক জোর দেয়। ফলস্বরূপ সেগুলো অতি দ্রুত দর্শকদের মধ্যে বর্তায়। যেমন ভারতীয় ওয়েভ সিরিজের মধ্যে পাতাল লোক, মির্জাপুর, ফ্যামিলি ম্যান, লাভ হোস্টেলের মত ওয়েভ সিরিজগুলো অধিক জনপ্রিয়তা পেয়েছে। এগুলো কাল্পনিক চরিত্রের সাথে সাথে বাস্তব থেকেও অনেক পরিস্থিতি এনে সেখানে তাদের বসানো হয়েছে।
আরও পড়ুন…………শান্ত, র্নিলিপ্ত ঝালদায় কাটেনি আতঙ্ক, দুঃখের শহর জড়িয়ে নেয়নি রঙের চাদর
নেটফ্লিক্সের ( Netflix ) একজন বিশ্লেষক বলেছেন, ওয়েভের গল্পের মধ্যে কোনও দর্শক যখন তার আশে পাশের পরিস্থিতির মিল খুঁজে পান তিনি তখন এক ধরনের আকর্ষণবোধ করেন ও কৌতূহলের বশবর্তী হয়ে তিনি সেই সিরিজটি দেখা আরম্ভ করেন। আসলেই ওয়েভের মত জনপ্রিয়তা এখন আর বড় পর্দাতেও নেই। বড় পর্দার আকর্ষণও ধীরে ধীরে উঠে গিয়ে সকলেই এখন মজছেন ওয়েভের দিকে। অনেক তারকাদের মুখেই শোনা যায় তারা ওয়েভে কাজ করার জন্য মুখিয়ে থাকে। কারণ এখানে চরিত্রের গভীরে গিয়ে নিজের অভিনয় গুনকে প্রসিদ্ধ করার একটা সুযোগ থাকে। যা অন্য কোথাও নেই। থাকলেও সেটা অল্পবিস্তর। আজকাল ভারতীয় ওয়েভ নির্মাতারা অবশ্য বিদেশী ওয়েভের থেকেও অনেক বিষয় ধার করে থাকেন। একথা ভারতীয় ওয়েভ নির্মাতারা অকপটে শিকারও করেন।