কোটি টাকা আয় তাও সাদামাটা জীবন! এই কারণেই কখনও দাঁড়ি কাটেন না অরিজিৎ সিং

টলিউড থেকে বলিউড নিজের কন্ঠের মধ্যে দিয়ে সর্বত্র মঞ্চ কাঁপিয়ে চলেছেন অরিজিৎ সিং(Arijit Singh)। পশ্চিমবঙ্গের(West Bengal) ছোট্ট একটি এলাকা থেকে গিয়ে আজ বলিউড তথা বিশ্বকে নতজানু করেছে তাঁর কন্ঠ। বর্তমান যুগে দাঁড়িয়ে তাঁর গান শোনেনি এমন মানুষকে খুঁঁজে বের করা বেশ কঠিন। অল্প বয়সী থেকে বৃদ্ধ পর্যন্ত, তাঁর কন্ঠে মাতোয়ারা সকলেই। নতুন যুগের প্রেমের গান থেকে শুরু করে উনিশের দশকের পুরানো গান, সবই যেন তাঁর কন্ঠে নতুনত্ব পায়। কিছুদিন আগেই স্টার প্লাসের একটি অনুষ্ঠানে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে তাঁর গাওয়া গানগুলি ফের একবার মানুষের মন যেতে। নতুন  যুগে প্রেম কিংবা হৃদয় ভাঙার গান নয়! পুরানো দিনের গানেও দর্শক ও নতুন যুগের নেটিজেনদের মাতিয়ে তোলেন অরিজিৎ। 

শুধুই স্টার প্লাস(Star Plus) নয়! তাঁর প্রতিটি লাইভ অনুষ্ঠানের প্রদর্শনী যেন মানুষের মন ছুঁয়ে যায়। তবে তাঁর গানের গলার পাশাপাশি আরও একটি বিষয় মানুষের নজর কাড়ে তা হল গায়কের লুক। পোশাক-আশাকে সর্বদা নতুনত্ব থাকলেও। একটি বিষয় সর্বদা একই থেকে যায় তা হল তাঁর দাড়ি। নিজের পোশাক-আশাকে তিনি খুব বেশি  চাকচিক্য রাখেন না। সাদামাটা পোশাকেই মঞ্চে আসতে পছন্দ করেন তিনি। সত্যি বলতে গানের পাশাপাশি নিজের এই সাদামাটা জীবনের জন্য হামেশাই লাইমলাইটে থাকেন তিনি। মুখময় দাড়ি, সাদামাটা পোশাক ও সঙ্গে এক গাল হাসি। এই গায়কের সিগনেচার স্টাইল। 

arijit singh1

তবে পোশাক সাদামাটা মেনে নিলেও তাঁর এই এই মুখময় দাড়ি নিয়ে অনুরাগীদের মনে হাজারও কৌতহলের পাহাড়। আর এই প্রশ্ন শুধু অনুরাগীদেরই নয়! তারকাদেরও। কপিল শর্মা শো- এ একবার তাঁকে জিজ্ঞাসা করা হয়, কেন দাড়ি কাটেন না তিনি। নেপথ্যে কি চূড়ান্ত ব্যস্ততা? কপিলের প্রশ্ন শুনে প্রথমটায় হেসে ফেলেন গায়ক। তার পর বলেন, “এটা একটা সিক্রেট। আজ বলেই দিচ্ছি… আমি বম্বেতে (মুম্বই) দাড়ি কাটি না। কারণ, এখানে অনেক বেশি টাকা লাগে।” 

দেশের ব্যস্ততম প্লে ব্যাক গায়কের গলায় এই কথা শুনে হতবাক হয়ে যান দর্শকরা। এত কোটি টাকা আয় সত্ত্বেও নিজেদের জীবনের এই ছোট ছোট খরচগুলোকে এতটা গুরুত্ব সহকারে তিনি দেখেন, তা শুনে চক্ষু চড়ক গাছ দর্শকদের। এ প্রসঙ্গ নিজের সাদামাটা জীবনকে ফের একবার সর্বসমক্ষে তুলে ধরেন তিনি। আসলে সঙ্গীত জগতে জনপ্রিয়তার শীর্ষে থেকেও অরিজিৎ সিং অনাড়ম্বর, ছাপোষা বাঙালি। অহংকারের বিন্দুমাত্র  নিজের জীবনে রাখেন না তিনি।




Leave a Reply

Back to top button