বিশ্ব বক্স অফিসে ভারতীয়র ছবির দাপট! বলি-সাউথ তর্কের মাঝে কে নিল শীর্ষ স্থান

জয়িতা চৌধুরী, কলকাতা: বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে বারে বারে জায়গা করে নিচ্ছে বলিউড বনাম দক্ষিণী বক্স অফিস। হিন্দি ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে তা যেনো থামার নামই নিচ্ছে না। বিভিন্ন সেলিব্রেটি এ নিয়ে নিজেদের মতামত দিচ্ছেন। কারো কারো মতে বলিউডের বাজার নষ্ট করছে দক্ষিনী ছবি। একের পর এক ছবি ফ্লপ, বক্স অফিসে বড় ধ্বস নিয়ে মাতামাতি তুঙ্গে। দক্ষিণী ছবির সঙ্গে নিত্য তুলনামূলক আলোচনায় মুখোমুখি পড়তে হচ্ছে বলিউডকে।

dangal

কেউ কেউ আবার বলছেন বলিউডের ( Bollywood ) জামানা শেষ। কারো কারো উল্টো সুর। দিন দিন পাল্টে যাচ্ছে বলিউডের দর্শক। ভাল ছবির খিদে মেটাতেই নাকি সকলে ছুটছে এবার দক্ষিণে ( Tollywood ) । তাহলে সত্যি কি তাই।! কয়েক বছর আগেও ৩০০ কোটির বক্স অফিস ( Box office ) কালেকশন দিয়েছে সলমন থেকে শুরু করে হৃত্বিক টাইগার। সেই সমীকরণ কি এখন অতীত, তা নিয়ে উঠছে প্রশ্ন।

bahubali

তবে দেশের মধ্যে বলি-টলি ঝুটঝামেলা চললেও বিশ্ব বক্স অফিসে কিন্ত ভারতীয় ছবিকে টেক্কা দেওয়া দুষ্কর। আর তা বলিউড হোক বা সাউথ ( Bollywood vs South ) । একটি সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতীয় ছবিগুলির মধ্যে বিদেশের বাজারে সব থেকে বেশি লাভ করেছে দঙ্গল ( Dangal ) । যার গড় আয় ২০২৪ কোটি টাকা। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণী ছবি বাহুবলী ( Bahubali: The Conclusion )। তার গড়ে আয় ১৮১০ কোটি টাকা।

kgf 2

বলা বাহুল্য, এস এস রাজমৌলির ( S. S. Rajmouli ) ‘বাহুবলী’-র ( Bahubali ) হাত ধরেই কতকতা দক্ষিনী ছবির প্রতি ভালোবাসা জন্ম নিয়েছিল উত্তর ভারতের লোকেদের মনে। বিদেশের মাটিতে আয়ের দিক থেকে তৃতীয় স্থানে আছে কেজিএফ 2 ( KGF 2) । আয় করেছে ১২২০ কোটি। চতুর্থ স্থান অধিকার করে আছে ‘আরআরআর’ ( RRR )। যার বিশ্বএর বক্স অফিসে আয় ১১১৫ টাকা।

rrr

bajrangi bhaijaan

পঞ্চম স্থানে আছে সলমন খান অভিনীত বজরঙ্গি ভাইজান ( Banjrangi Bhaijaan )। ছবিটির আয় ৯৬৯ কোটি টাকা। সম্প্রীতি কান্ট্রি অফ অনার’ হিসেবে চলতি বছর কানে জায়গা করে নিয়েছে ভারত ৷ বিশেষ বিভাগে খোদ সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী-সহ দেখানো হয়েছে সাত-সাতটি ভারতীয় ছবি ৷ তবে এখনও অনেকটা পথ চলা বাকি ৷ কিন্তু আশা করা যায় একদিন নিশ্চয় আসবে যেদিন ভারত কানে নয়, কান আসবে ভারতের মাটিতে ৷




Leave a Reply

Back to top button