স্ত্রী’কে রেখে পরকীয়া মজে অক্ষয়! হাতেনাতে ধরার পর একি শিক্ষা দিলেন টুইঙ্কেল?

মন্টি শীল, কলকাতা : বলিউড খিলাড়ি, নামটি সামনে আসতেই সিনেমা প্রেমীদের সামনে ভেসে ওঠে বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ( Akshay Kumar )-এর নাম। বলিউডের সকল সফলতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন অন্যতম অভিনেতা হিসেবে পরিচিতি অক্ষয় কুমার ( Akshay Kumar )। অভিনেতা তাঁর দুর্দান্ত অ্যাকশন এবং কমেডি’র দরুন সবসময়ই বিনোদন জগতের শিরোনামে রয়েছেন। যার দরুন ভক্ত মহলেও বেশ আলোচিত এই বলিউড অভিনেতা। অভিনেতা তাঁর কেরিয়ারের শুরু করেছেন দীর্ঘ জীবন সংগ্রামের মধ্যে দিয়ে এবং উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা।
কিন্তু এত সফলতার পরেও একটি বিতর্কিত ঘটনা আজও অভিনেতাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এমনকি বলিউডের কোনও বিতর্কিত ঘটনার খবর সামনে আসতেই, উঠে আসে অভিনেতার জীবনের এই বিতর্ক মুহূর্ত। কিন্তু কী সেই বিতর্কিত ঘটনা? অভিনেতা অক্ষয় কুমার ( Akshay Kumar ) তাঁর অভিনয়ের কেরিয়ারে একের পর এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন। কিন্তু এক সিনেমার দরুন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ( Priyanka Chopra )-এর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছিলেন।
সূত্র অনুসারে, অক্ষয় কুমার জীবনে একজনের সঙ্গেই প্রেম করেছেন আর তাঁর নাম টুইঙ্কেল খান্না ( Twinkle Khanna ), এবং তাঁর সঙ্গেই বর্তমানে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন। কিন্তু প্রথমে প্রেম তারপর সেই ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার পর কেন অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়ার ( Priyanka Chopra ) সঙ্গে পরকীয়ায় মেতে উঠেছিলেন? জানা গিয়েছে, এই ঘটনার সূত্রপাত ঘটেছিল ২০০৩ সালে। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আন্দাজ’-এর শ্যুটিংয়ের সময় এই দুই বলি তারকা একে অপরের খুব কাছে চলে এসেছিলেন।
এমনকি একটা সময় পর তাদের এই সম্পর্ক গভীর আকার নিতে শুরু করে বলে শোনা যায়। এমনকি সংবাদ মাধ্যমের শিরোনামেও ক্রমাগত আসতে শুরু করে তাদের এই সম্পর্কের কথা। যদিও এমন গুরুতর বিতর্কের মাঝে দাঁড়িয়ে অভিনেতার স্ত্রী টুইঙ্কেল খান্না ( Twinkle Khanna ) এক নজিরবিহীন ঘটনা করে বসলেন। যার দরুন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বিনোদনের জগৎ জুড়ে। কিন্তু কী সেই ঘটনা? শোনা গিয়েছে অভিনেতা অক্ষয় কুমারের ( Akshay Kumar ) এই গোপন সম্পর্কের খবর জানতে পারার পর টুইঙ্কেল খান্না ( Twinkle Khanna ) তাদের ছেলে আরভ’কে অভিনেতার কাছে রেখে চলে যান। যদিও একটা সময় পর তাঁদের সম্পর্ক ফের নতুন রূপ ধারণ করে এবং বর্তমানে এই দুই বলি তারকা সুখী দাম্পত্য জীবনের স্বাদ গ্রহণ করছেন।