KK Death : অল্প কিছু প্রেম করলেও ভালোবাসেন একজনকেই, চেনেন কি কে কে-র এই অমর ভালোবাসাকে

মন্টি শীল, কলকাতা : বলিউড, অর্থাৎ বিনোদনের জগতে এক অদ্ভুত বিষন্নতার সৃষ্টি হয়েছে। আর তার অন্যতম কারণ হল বলিউডের (Bollywood) রোমান্টিক সঙ্গীত শিল্পী কে কে (KK)-এর অকাল প্রয়ান। গতকাল অর্থাৎ ৩১ শে মে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াণ ঘটে এই সঙ্গীত শিল্পীর। জানা গিয়েছে, এই দিন কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সঙ্গীত শিল্পী। সেখানেই তিনি অসুস্থ বোধ করেন। যদিও চিকিৎসার সুযোগ দিলেন না গায়ক। মাত্র ৫৩ বলিউডের আকাশ থেকে এই আকস্মিক নক্ষত্র পতনের পর বিষন্নতার গাড় অন্ধকার ছেয়ে গেছে বলি পাড়ায়।

সঙ্গীত শিল্পী কে কে (KK)-এর পুরো নাম কৃষ্ণকুমার কুন্নাথ। ১৯৬৮ সালের ২৩ আগস্ট রাজধানী দিল্লিতে জন্ম গ্রহণকারি কে কে তার সঙ্গীত শিল্পী হয়ে ওঠার জন্য অনেক সংগ্রাম করেছেন। জানা গিয়েছে, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কিরোরি মাল কলেজ থেকে অধ্যায়ন করেন। সঙ্গীত শিল্পী হিসেবে নিজের পরিচিতি গড়ে তোলার আগে এক মার্কেটিং কম্পানিতেও কাজ করেছেন তিনি। এরপর সঙ্গীত শিল্পী হিসেবে নিজের পরিচিত গড়ে তোলার পর কে কে সঙ্গীত প্রেমিদের উদ্দেশ্যে একের পর এক হিট গান উপহার দিয়েছেন। গান করেছেন একাধিক বলিউড সিনেমাতেও।

1c22

তবে শুধু মাত্র রোমান্টিক গান করাই নয়। শোনা যায়, কে কে-এর ব্যক্তিগত জীবনও ভরপুর রোম্যান্সে তা তার গানের মাধ্যমেই প্রকাশিত হয়। তবে ব্যক্তিগত জীবনে তার সামনে এইরকম অনেক প্রশ্ন এসেছে, যেমন- তার কত জন গার্লেফ্রন্ড রয়েছে? তিনি কতজনের সঙ্গে ডেটিং করেছেন? তাঁর প্রেমিকা সংখ্যা কতগুলি? কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কোনও দিন খোলামেলা মন্তব্য করেননি এই প্রয়াত বলিউড সঙ্গীত শিল্পী। জানা গিয়েছে, প্রয়াত বলিউড সঙ্গীত শিল্পী এখনও পর্যন্ত অবিবাহিত ছিলেন। ছোট খাটো সম্পর্ক গড়ে উঠলেও তার কোনও দিন বহিঃপ্রকাশ করেননি তিনি। তবে জানা গিয়েছে তিনি বিবাহিত, তার স্ত্রী-এর নাম জ্যোতি কৃষ্ণা (Jyothy Krishna) এবং তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। তার নাম নকুল কৃষ্ণা কুন্নাথ।

1c23

সাধারণত বলি তারকাদের গোপন সম্পর্কের কথা প্রায় সকলেই জানেন। কিন্তু বলিউডের এই রোম্যান্টিক সঙ্গীত শিল্পী কোনও দিনই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশ্যে মুখ খোলেননি। ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, তিনি কোনও দিনই তার ব্যক্তিগত জীবন ভাবতেন। কে কে-এর ভাবনার মূল বিষয় বস্তু ছিল তার সঙ্গীত। আর মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তিনি সেই সঙ্গীত সাধনা করে গিয়েছেন। বলিউড শিল্পীর এই আকস্মিক প্রয়াণে গভীর ভাবে শোকাহত হয়েছেন তার অনুরাগী মহল। বিগত কয়েক দিন আগে সুরের আকাশে বিলীন হয়েছিলেন জনপ্রিয় সুরকার বাপ্পী লাহিড়ী এবং সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। অনুরাগী মহলের মতে, তাদের মধ্যে হয়তো কে কে নেই, কিন্তু রয়ে গিয়েছে তার গানের প্রতিটা লাইন। যা দর্শকদের মনকে উদ্ভুত করে তুলতে সাহায্য করবে।




Leave a Reply

Back to top button