চোখে-মুখে জমেছে ঘাম, হাজার কষ্ট সত্ত্বেও দর্শকদের ফেলে রেখে যেতে পারেননি KK

মন্টি শীল, কলকাতা : বলিউড, অর্থাৎ বিনোদনের জগতে নেমে এসেছে এক গভীর বিষন্নতা। আর তার অন্যতম কারণ হল বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কে কে (KK)-এর আকস্মিক মৃত্যু। গত মঙ্গলবার বলিউড খ্যাত এই সঙ্গীত শিল্পী কলকাতার এক নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত অনুষ্ঠানে যোগ দিতে নজরুল মঞ্চে এসেছিলেন। জানা গিয়েছে, মঞ্চে ওঠার পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। এমনকি তাঁর অসুস্থতা এমন একটা জায়গায় এসে পৌছায় , যে তিনি মঞ্চের স্পটলাইট বন্ধ করার আবেদন জানান।
প্রত্যক্ষদর্শীদের মতে, এই দিন মঞ্চে গান করার সময় বারংবার নিজের ঘাম মুছছিলেন। তবে অনুষ্ঠান চলাকালীন একবারের জন্যও গান বন্ধ করার আবেদন জানাননি এই বলিউড খ্যাত সঙ্গীত শিল্পী (Bollywood singer)। বরং তার পরিবর্তে একজন প্রকৃত শিল্পীর মতো অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মন জয় করেছেন কে কে। জানা গিয়েছে, শো এর শেষে হোটেল যাওয়ার পথেই তিনি আরও অসুস্থতা বোধ করতে থাকেন। নিয়ে যাওয়া হয় শহর কলকাতার এক বেসরকারি হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হল না। নক্ষত্রের দেশে মিলিয়ে গেলেন এই বলিউড তারকা। তাঁর দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। শহরে উপস্থিত হয়েছেন তার পরিবারের সদস্যরা।
কিন্তু কিসের দরুন এই করুণ পরিণতি ঘটল বলিউড তারকার? শিল্পীর আকস্মিক প্রয়াণে কার গাফিলতি ছিল? সঙ্গীত শিল্পী কে কে (KK)-এর প্রয়াণের পর উঠে এর কিছু চাঞ্চল্যকর তথ্য। মঞ্চে উপস্থিত এক কর্মীর বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, ‘এই দিন ঠিক সন্ধে সাতটা নাগাদ গান করার উদ্দেশ্যে মঞ্চে প্রবেশ করেন কে কে। প্রায় দুই ঘন্টা ধরে চলা এই অনুষ্ঠানে দর্শক আসনে উপস্থিত ছিলেন আট হাজারেরও বেশি মানুষ। যার দরুন এক বিশৃঙ্খলার পরিবেশ তৈরী হয় গোটা নজরুল মঞ্চ জুড়ে। হয়তো তিনি প্রথম থেকেই অসুস্থতা বোধ করছিলেন, কিন্তু সেই সমস্তকে পিছনে রেখে শিল্পী মন দেন আর গানে’।
মঞ্চে কর্মরত ওই ব্যক্তির মতে, তার এই দীর্ঘ কর্মজীবনে এই রকমের অভাবনীয় ঘটনা আগে কোনও দিন চাক্ষুষ করেননি। জানা গিয়েছে, এই দিনের অনুষ্ঠান শুরুর আগে এক বিশেষ ধরনের অগ্নিনির্বাপক স্প্রে ব্যবহার করেন অনুষ্ঠান কতৃপক্ষ। এমনকি ঠিক মত কাজ করছিল না হলের শীততাপ নিয়ন্ত্রিন যন্ত্রটি। তার মধ্যে বিপুল সংখ্যক দর্শকদের ভীরে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন সঙ্গীত শিল্পী। কে কে-এর আকস্মিক প্রয়াণের পর সোশ্যাল মিডিয়াতে উঠেছে আলোচনার ঝড়। তাদের অনেকেই বিশ্বাস করতে পারছেনা এই ঘটনাকে। কিন্তু এই বলিউড সঙ্গীত শিল্পীর আকস্মিক প্রয়াণের জন্য কে দায়ভার গ্রহন করবে। এই নিয়ে সব মহলেই উঠতে শুরু করেছে প্রশ্ন।