বেতন না দেওয়ায় পড়তে হয়েছিল শিক্ষকের রোষের মুখে! দেখে নিন শাহরুখের অজানা কাহিনী

মন্টি শীল, কলকাতা : বলিউড অর্থাৎ বিনোদন জগতের আরও একটা বিশিষ্ট নাম। আর এই বিনোদনের অন্যতম দুনিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে খবরের শিরোনামে এসেছে। এখানে সাধারণত একটা সিনেমার তুলনায় বেশী করে চর্চায় থাকে বলি তারকারা। আর এই চর্চিত তারকাদের মধ্যে একজন অন্যতম নাম হল বলিউড অভিনেতা শাহরুখ খান (Shahrukh Khan)। সাধারণত বলিউডের নাম উচ্চারিত হলেই উঠে আসে এই বলি তারকার নাম। না জানে কতই না অনুরাগী রয়েছে এই অভিনেতার।

শুধু মাত্র দেশেই নয় বিদেশের একাধিক ক্ষেত্রেও বহুল আলোচিত এই বলি অভিনেতা। কয়েক দশক ধরে সিনেমা প্রেমিদের মন জয় করে আসছেন শাহরুখ খান। প্রায় করোনা কালের সময় থেকে এই তারকার একটি ছবিও বড় পর্দায় মুক্তি পায়নি। এর কারণ স্বরূপ জানা গিয়েছে এই অভিনেতা বেশ কিছু দিন বিশ্রামে ছিলেন। তবে খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই অভিনেতার অভিনিত সিনেমা ‘পাঠান’। যদিও এর প্রথম দৃশ্য ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল শোরগোল ফেলে দিয়েছে। অভিনেতার বিপুল জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে রয়েছে বিপুল সম্পদও।

20c51

আরও পড়ুন ….গুটকা বিক্রির জেরে কারাবাস! বিগ বি, শাহরুখ সহ ৩ অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের আদালতে
আরও পড়ুন ….ভরদুপুরে কলকাতার রাস্তায় বলিউডের বিউটি! মেকাপহীন করিশ্মাকে দেখে তাজ্জব শহরবাসী

মুম্বাই-এ রয়েছে এই অভিনেতার বাড়ি ‘মন্নত’ (Mannat)। প্রতি বছর ঈদ এবং অভিনেতার জন্মদিনের সময় এই মন্নতের সামনে এসে ভিড় জমান অসংখ্য অনুরাগী। তবে এই বিপুল জনপ্রিয়তা, সম্পত্তি, এবং অনুরাগীদের আর্শীবাদ একদিনে আয় করেননি বাদশাহ। দীর্ঘ পরিশ্রমের পর এই সফলতা বলে অনেকেই মনে করেন। জানা গিয়েছে শাহরুখের শৈশব কেটেছে অতি দ্বরিদ্রতার মধ্যে। তার পরিবার ছিল এক্কেবারে মধ্যম বর্গীয় সম্প্রদায়ের। তার বাবা ব্যবসায়ে ক্ষতি হওয়ার পর তীব্র অভাব অনটন দেখা যায় তার পরিবারে।

20c52

আরও পড়ুন ….বিনোদন ছেড়ে ধর্মে বিশ্বাসী! বলিউডের এই চার তারকা যারা বিনোদন ছেড়ে ধর্মকে আপন করেছেন
20c53

এমনকি তার পরিবারে এমন পরিস্থিতি এসে দাঁড়ায় যে তার বাবা শাহরুখের স্কুলের মাইনে পর্যন্ত দিতে পারেনি। তবুও হাজার প্রতিকূলতাকে জয় করে বাদশাহ দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতকে উত্তীর্ণ হয়ে গনজ্ঞাপনে স্নাতকোত্তর পড়তে শুরু করলে সেই সময় তার পিতৃবিয়োগ ঘটে। যদিও পড়াশোনা শেষ করে তিনি মুম্বাই চলে আসেন। সেখানেই তার ভাগ্য চমকে ওঠে। অতীতের দরিদ্র শাহরুখ থেকে তিনি এই মুহূর্তে কোটি টাকার মালিক। অভিনয় ক্যারিয়ারের দুর্দান্ত সফলতার সঙ্গে রয়েছে একটি প্রযোজনা সংস্থাও। এমনকি আইপিএল-এও কলকাতা নাইট রাইডার্স এর মালিক তিনি। অনেকের মতে এই বলি অভিনেতা যুব সমাজের কাছে একটা রোল মডেলও বটে।




Leave a Reply

Back to top button