তাহলে কী বরফ গলছে সানি ও শাহরুখের? মন ভাঙ্গতে কী করলেন কিং খান

তবে সেই দিনের খলনায়ক আজকের কিং খান। সেদিনের নায়ক আজ ফের নতুন ছবি করে চমকে দিয়েছেন সকলকে। কথা হচ্ছে শাহরুখ খান এবং সানি দেওলকে নিয়ে। ডর ছবি করার পর থেকেই এই দুই অভিনেতার সম্পর্কে শীতলতা আসে।

শুভঙ্কর, মুম্বাই: ১৬ বছর আগের একটি ছবি, যা খলনায়ক চরিত্রে অভিনয় করা অভিনেতার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নায়কের চরিত্র থেকে খলনায়কের চরিত্র বেশি প্রশংসিত হতে থাকে দর্শকমন্ডলে। এমনকি ছবির শুটিংয়ের সময়ও নায়ককে নবাগত অভিনেতার সামনে অনেক সময় লজ্জার মুখে পড়তে হয়। দুজনেই এখন বলিউড ইন্ডাস্ট্রি সুপারস্টার। তবে সেই দিনের খলনায়ক আজকের কিং খান। সেদিনের নায়ক আজ ফের নতুন ছবি করে চমকে দিয়েছেন সকলকে। কথা হচ্ছে শাহরুখ খান এবং সানি দেওলকে নিয়ে। ডর ছবি করার পর থেকেই এই দুই অভিনেতার সম্পর্কে শীতলতা আসে। সেই সময় শাহরুখকে বেশি প্রাধান্য দেওয়ায় খুব চটে গিয়েছিলেন সানি। দুজনের মধ্যে কথা প্রায় হত না। তবে সম্প্রতি গদর টু সিনেমার জনপ্রিয়তার পর তাদের কথা হয়েছে। ইঙ্গিত মিলেছে বরফ গলার।

Sunny Deol,Shah Rukh Khan,Bollywood,Pathaan,Gadar 2,Jawan

শাহরুখ খানের পাঠান মুভি রিলিজ হওয়ার পর তিনি এখন জাওয়ানের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে দীর্ঘদিন বাদে বড় পর্দায় ফিরে এসে কামাল দেখিয়েছেন সানি।  শাহরুখ নিজের আগামী ছবির জন্য সোশ্যাল মিডিয়া সাইটে অনুরাগীদের সঙ্গে আক্সএসআরকে ক্যাম্পেন চালাচ্ছেন। সেখানে এক অনুরাগী তাকে জিজ্ঞাসা করেন শাহরুখ খান গদর টু দেখেছেন কিনা সেখানে তিনি লিখেন, হ্যাঁ দারুন লেগেছে। এই উত্তর শুনে অনেকেরই মনে পড়ে গদর টু যখন শাহরুখ দেখলেন তখন নিশ্চয়ই পুরনো তিক্ততা দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে এই দুই অভিনেতা। আসলে বিষয়টা অন্য জায়গায়। সানি দেওলের এই ছবি রিলিজ হওয়ার আগেই কিং খান ফোন করেন ধর্মেন্দ্র পুত্রকে। এই বিষয়ে সানি বলেন, “ছবি দেখার আগে শাহরুখ আমাকে ফোন করে পরে এই ছবির সাফল্যের জন্য প্রীতি তো দেয়। আমিও ওকে ধন্যবাদ জানাই। শুধু শাহরুখের সঙ্গে নয় ওর স্ত্রী গৌরীর সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলি।”

তাহলে শাহরুখ খান কি সানির মন ভাঙ্গানোর জন্য ফোন করলেন। তবে এই বিষয়টা মানতে নারাজ সানি নিজে তিনি বলেন, “ আসলে সময় সবকিছু ঠিক করে দেয়‌।”




Leave a Reply

Back to top button