ম্যাজিক ট্রিকে মগ্ন উরফি! সোশ্যাল মিডিয়াতেই বক্ষদেশ থেকে বার করলেন ৫০০র নোট

মন্টি শীল, কলকাতা : সোশ্যাল মিডিয়াতে সাধারণত এই অভিনেত্রী পরিচিত একজন ভাইরাল সেনসেশন হিসেবে। নেটপাড়ার অধিকাংশ বাসিন্দারা বসে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন রকমের কীর্তি দেখার জন্য। তবে এই অভিনেত্রীর করা সোশ্যাল মিডিয়ার পোস্ট নেটিজেনদের প্রশংসার তুলনায় কটূক্তি ও নিন্দা অধিক পরিমাণে সংগ্রহ করে। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে, এই অভিনেত্রীর নাম হল উরফি জাভেদ। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে প্রায়সই ভাইরাল তার বিভিন্ন পোস্টের দরুন।

সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল সেনসেশন কখনও খোলা মেলা পোশাকে, কখনও অদ্ভুত ভাবে শাড়ি পড়ার কারণে, আবার কখনও অদ্ভুত কায়দায় শরীর প্রদর্শন করে, আবার কখনও বা আজব কায়দায় ঠুমকা দেওয়ার কারণে নেট পাড়ায় রীতিমতো কটূক্তির মুখে পড়েছেন। এমনকি সম্প্রতি বলিউডের এক জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার তার পোষাক পরিধান নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। যদিও সেইদিক থেকে ছেড়ে দেওয়ার পাত্রী নন উরফি। উরফি ও তার পরিবর্তে উত্তর দিতে দেরি করেননি।

14c52

আরও পড়ুন ….স্টার জলসার স্টার ভাঙ্গিয়ে নিল জি বাংলা! এযেন ক্ষমতার লড়াই
আরও পড়ুন ….বি-টাউনে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী রবিনা টন্ডনের মেয়ে! চিন্তায় মাথায় হাত আলিয়া টু কিয়ারার

তবে এতো শুধুমাত্র একজন, এইরকম দিনে হাজার হাজার নেটিজেনরা বিভিন্ন বিতর্কিত এবং অশালীন পোস্টের কারণে কটূক্তি করে চলেছেন। তবে তিনি এই সমস্ত বিষয়ে কর্ণপাত করেননা। বরং তার বোল্ড লুক দিয়ে মাতিয়ে রেখেছেন গোটা নেটপাড়া। এর কিছু উদাহরণ হল, সম্প্রতি উরফি কে দেখা যায় এক অদ্ভুত কটন ক্যান্ডি দিয়ে তৈরী পোশাক পড়তে, আবার কখনও এক অভিনব প্লাস্টিক দিয়ে তৈরী পোশাক পড়তে। তবে এইবার যে পোস্টটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা তার খোলামেলা পোশাকের জন্য নয়। তার ম্যাজিক ট্রিক এর জন্য।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)


আরও পড়ুন ….টেলিভিশনের পর্দায় ‘বরফি’ সিনেমার রিমেক! ধারাবাহিকের নতুন টুইস্টে উচ্ছসিত দর্শক মহল

14c53

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া উরফির ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ৫০০ টাকার নোট নিয়ে ম্যাজিক প্রদর্শন করছেন। দেখা গিয়েছে, ওই ৫০০ টাকার নোটটি হওয়াতে ভেসে বেড়াচ্ছে, কিন্তু চোখের পলকে তিনি সেই নোটটি নিজের মুঠোয় পুড়ে নেন। যা দেখার পর সোশ্যাল মিডিয়াতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ভিন্ন ভিন্ন রকমের কমেন্টস এ ভরে গিয়েছে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট। কিছু কিছু ইতিবাচক কমেন্ট এলেও বেশির ভাগটাই নেতিবাচক। যদিও এইবারও মনে করা হচ্ছে সেই সমস্ত কটূক্তিকে পিছনে ফেলে ফের একবার ভাইরাল সেনসেশনের তালিকায় উঠে আসবেন উরফি।




Leave a Reply

Back to top button