খোলামেলা পোশাক পরায় পর্ন ছবির অফার পেলেন উরফি! সুন্দরীর প্রতিক্রিয়ায় হতবাক নেট দুনিয়া

উরফি জাভেদ (Urfi Javed)। বলিউডে (Bollywood) এই নাম এখন সকলের মুখে মুখে ঘোরে। ছোট পর্দায় অভিনয় করেছেন উরফি(Urfi Javed)। এছাড়াও বিগবসের ঘরে লড়াকু প্রতিযোগী ছিলেন তিনি (Urfi Javed)। তবে এই সব কিছুর থেকে বেশি নজর কাড়ে উরফির (Urfi Javed) পোশাক। প্রায় প্রতিদিন নানা রকম পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি (Urfi Javed)। আর সেই পোশাক নিয়ে হয় তুমুল চর্চা। কখনও দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন নায়িকা। তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন। মোট কথা উরফি জানেন কী ভাবে খবরে থাকতে হয়!

বলিপাড়ায় বর্তমানে একের পর এক বিতর্ক তৈরি করে চলেছেন উরফি জাভেদ (Urfi Javed)। যখন যেমন ইচ্ছে পোশাক পরে হাজির হচ্ছেন যেখানে সেখানে! প্রবেশের অনুমতি না দিলে, সিকিউরিটিকে গালাগালিও করছেন। সঙ্গে তারকাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতেও ছাড়ছেন না।

আরও পড়ুন The Kapil Sharma Show Controversy: কপিল শর্মা শো ছাড়ার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বঙ্গসন্তান সুমনার , জেনে নিন কারন

হৃত্বিক রোশনের প্রাক্তন শ্যালিকা ফারহা আলিকে দিনকয়েক আগেই ধুইয়ে দিয়েছেন উরফি তাঁর পোশাক নিয়ে সমালোচনা করায়। সাথে কাশ্মীরা শাহ-কে ‘চিনি না’ বলেও অনেককেই ভ্রু কপালে তুলতে বাধ্য করেছেন। এবার এক সাক্ষাৎকারে দিলেন বিস্ফোরক তথ্য।

urfi bold.jpg 1

উরফি (Urfi Javed) সম্প্রতি নিজের সাক্ষাৎকারে জানান যে, ‘সম্প্রতি এক কাস্টিং ডিরেক্টর আমায় বলেছে ভালো প্রোজেক্টে আমার কাজ পাওয়া মুশকিল। আমি নাকি পর্ন ছবিতে কাজ করতে পারি।’ উরফি আরও জানান, ‘আমার কাছে বেশ কিছু অ্যাডাল্ট ছবির অফারও এসেছে। তবে আমি এই ধরনের ছবিতে একেবারেই আগ্রহ নই। খোলামেলা পোশাক পরা মানে এই নয় যে আমি এই ধরনের ছবিতে কাজ করতে আগ্রহী’।

লখনউয়ে জন্ম উরফির (Urfi Javed)। সেখানেই পড়াশোনা। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। এরপর একাধিক মেগায় তাঁকে দেখা মিললেও আসল জনপ্রিয়তা আসে ‘বিগ বস ওটিটি’ দিয়ে। ‘বিগ বস OTT’ (Big Boss) শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি।যেখানে মাত্র সপ্তাহখানেক ছিলেন তিনি। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন উরফি। তারপর থেকেই সামনে আসতে থাকেন অতরঙ্গি পোশাকে। এই তো দিনকয়েক আগে বিকিনি পরে বাগানে ফুল তোলার ভিডিয়ো পোস্ট করে ভাইরাল হয়েছিলেন।উরফির কথায়, ‘বলিউডের (Bollywood) মূব ধারার ছবিতেই কাজ করতে চাই। আর অভিনয় ও চরিত্রের খাতিয়ে সবটাই করতে পারি!’ 

আরও পড়ুন ‘ভোট দিলেই নগ্ন হব’! দর্শকের নজর টানতে নগ্নতার হাতছানি পুনমের




Leave a Reply

Back to top button