আদরে ভরিয়ে দিলেন পুত্রবধুকে,ভিকির মায়ের কোলেই বসে পড়লেন ক্যাটরিনা

গত ৯ই ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন বলিউডের হার্টথ্রব অভিনেতা ভিকি কৌশল ও লাস্যময়ী ক্যাটরিনা কাইফ (vicky kat)। এই তারকা যুগলের বিয়ে নিয়ে কম জল্পনা হয়নি। কড়া নিরাপত্তার বেষ্টনীর বলয়ে বিয়ে করেছেন এই তারকা দম্পতি। রাজস্থানেই রাজকীয়ভাবে বসেছিল বিয়ের আসর। বলিউডের নামজাদা সকলেই উপস্থিত ছিলেন এই আসরে। বিয়ের পর থেকেই ভাইরাল হতে থাকে এই নব দম্পতির ছবি। এবার সেরকই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে (vicky kat)। যেখানে দেখা যাচ্ছে নববধূ ক্যাটরিনা তার শাশুড়ি মায়ের কোলে বসে আছেন। শাশুড়ি মায়ের আদর খাচ্ছেন নতুন বৌমা।
আরও পড়ুন……রাজনৈতিক উত্তেজনা! জয়প্রকাশ থেকে পিকে অন্দরমহলের জল্পনা-কল্পনা সবই প্রকাশ পেল নজরুল মঞ্চে
View this post on Instagram
এই ছবিটিই ভিকি ( vicky kat ) শেয়ার করেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে,যেখানে তিনি ক্যাপশন দিয়েছেন “আমার শক্তি।আমারপৃথিবী”। ছবিতে বেশ খোশমেজাজে দেখা যাচ্ছে শাশুড়ি বউমাকে। শুধু ভালবাসাই নয় সঙ্গের আদরের পুত্রবধুকে তিনি উপহার দিয়েছেন। ক্যাটরিনাকে লাগছিল অপরূপ সুন্দরী। লাল চুরিদারে ক্যাটকে আরও আকর্ষণীয় ও মোহময়ি লাগছে।
আরও পড়ুন……মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে কতটা বাড়ল পেট্রোপণ্যের দাম, জেনে নিন একনজরে
মাতৃদিবসে এমন ছবি প্রকাশ্যে নিয়ে এসে নেটিজেনদের আদর ও ভালোবাসা পাচ্ছেন ভিকিক্যাট। দীর্ঘদিন চুপিসারে প্রেমের পর অবশেষে তাদের ভালোবাসা পরিণতি পেয়েছে। তাদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন নেটিজেনরা।