Vikat’s Wedding – বিক্রি হয়ে গেল ভিকি-ক্যাটের বিয়ের সত্ত্ব, কত কোটিতে কে কিনল জানলে অবাক হবেন

বলিউডের আনাচে-কানাচে কান পাতলেই এখন একটাই খবর – ‘ভিক্যাট’ (ViKat) এর বিবাহ। আগামী ৯ ই ডিসেম্বর বৃহস্পতিবার রাজস্থানের (Rajasthan) সোয়াই মাধোপুর জেলায় ৭০০ বছরের প্রাচীন বাওয়ার (Bawra) কেল্লার বিলাসবহুল রিসর্টে (Six Senses Resort) সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি-ক্যাট। গত বছর থেকে তাদের বিয়ের গুঞ্জন বলিপাড়ায় শোনা গেলেও, প্রেম থেকে বিয়ে সমস্তটুকু ঘিরেই গোপনীয়তা (Privacy) বজায় রেখেছিলেন এই অফস্ক্রিন জুটি (Offscreen Couple)।
বিয়ের তারিখ ঘোষণার পর থেকেই এই তারকা জুটির বিবাহ সম্পর্কে বিভিন্ন সংবাদমহলের তরফ থেকেই জানা গেছিলো কঠিন নিরাপত্তা ব্যবস্থার কথা। ১০০ জন বাউন্সার ছাড়াও পুলিশি সাহায্য নিয়েই রাজস্থানে পৌঁছেছেন অভিনেত্রী। এছাড়াও ৬ই ডিসেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত সিক্স সেন্স রিপোর্টের আশেপাশের রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। ‘সিক্স সেন্সেস’ রিসর্টের চারিদিক জঙ্গলে ঘেরাও হওয়ার কারণে জঙ্গলের মধ্যেও নিরাপত্তার ব্যবস্থা করেছেন এই তারকা জুটি।
অভিনেত্রী বিয়েতে কি পোশাক পরবেন? অতিথির তালিকাতেই বা রয়েছে কাদের নাম? কোথায় বা হয়েছে তাঁদের আপ্যায়নের ব্যবস্থা? কোনোকিছুই প্রকাশ্যে আসতে দেননি ভিকি-ক্যাট। এমনকি ভিকি ক্যাটের বিয়ের নিমন্ত্রিত অতিথিদের জন্যও রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। বিয়ের আসরে মোবাইল ফোন নিয়ে কেউ আসতে পারবেন না। ছবি তোলা বা রিল ভিডিও বানাতে পারবেন না কেউ। অতিথির নাম পর্যন্ত জানা হয়নি হোটেল কতৃপক্ষের কাছে। বিবাহের আসরে প্রবেশ করতে প্রয়োজন কোড নম্বর।
তবে যত বেশী গোপনীয়তা, তত বেশি কৌতূহল। তাই হবু দম্পতির অনিচ্ছাতেই প্রকাশিত হয়েছে তাদের বিবাহ সম্পর্কিত বহু তথ্যই। তবে কি কারণে এত কড়াকড়ি তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই সমালোচনা হচ্ছিল বিশেষজ্ঞমহল থেকে নেটদুনিয়াতেও। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে সূত্রের তরফ থেকে জানা গেছে, একটি আন্তর্জাতিক পত্রিকা (International Magazine) ও একটি ওটিটি প্ল্যাটফর্মের (OTT Platform) নাম উঠে এসেছে। জানা গেছে আমাজন প্রাইমে (Amazon Prime) সম্ভবত দেখানো হতে চলেছে ভিকি-ক্যাটের বিয়ের সরাসরি সম্প্রচার। এছাড়াও শোনা যাচ্ছে, ‘ভোগ’ (Vogue) পত্রিকার ফ্যাশনের দায়িত্বে থাকা অনিতা শ্রফ আদাজানিয়া (Anita Shroff Adazania) ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধু এবং ইতিমধ্যেই তাঁর সঙ্গে মোটা অঙ্কের বিনিময়ে চুক্তি হয়ে গিয়েছে ভি-ক্যাটের।
আরও পড়ুন……Katrina-Vicky Wedding: আদৌও কী রাজযোটক ভিকি-ক্যাট, জেনে নিন কী বলছে সংখ্যাতত্ত্বের হিসেব-নিকেশ
এর আগেও এই একইরকম ঘটেছিল প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহের ক্ষেত্রেও। এই কারণেই এত কঠিন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ভি-ক্যাটের বিয়েতে। তবে মোবাইল নিষিদ্ধ হওয়ার বিষয়ে ঘোর আপত্তি জানিয়েছেন বলিউডের বহু সেলিব্রিটিরাই। তবে শোনা যাচ্ছে ইতিমধ্যেই করণ জোহর, ফারহা খান, নেহা ধুপিয়া সহ বহু মানুষই যোগ দিয়েছেন ভিকি-ক্যাটের বিয়ের অনুষ্ঠানে।