নামাজ পড়ছেন বিবেক অগ্নিহোত্রী!ছবি ভাইরাল হতেই উঠল বিতর্কের ঝড়

রিমা শিয়ালী,কলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী ( Vivek Agnihotri ) পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ( The Kashmir Files ) । আর মুক্তির পর থেকেই বক্সঅফিস জুড়ে রমরমিয়ে চলছে এই ছবিটি।দক্ষিণী ছবির দিকে যেভাবে বলিউড ( Bollywood ) ঝুঁকে পড়ছিল, সেই পর্যায় থেকেই বলিউডের মেরুদন্ড পুনরায় সোজা করতে সাহায্য করেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত নতুন ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। এই ছবির মূল বিষয়বস্তু হল কাশ্মীরে হিন্দু পন্ডিতদের উপর হওয়া অকথ্য অত্যাচার। আর এই ধরনের ছবি তৈরি করার জন্যই দর্শক মহল থেকে অনেক প্রশংসাও পেয়েছেন বিবেক অগ্নিহোত্রী। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয় তার নামাজ পড়ার ( Vivek Agnihotri reading Namaz ) একটি ছবি।যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি দ্য কাশ্মীর ফাইলস ১৯৯০ সালে কাশ্মীরে ঘটে যাওয়া হিন্দুদের উপর সংঘটিত নৃশংসতা ফুটিয়ে তোলে। ছবি মুক্তির পর অনেকেই ছবিটির প্রশংসা করেন এবং তাকে ৩২ বছর পুরনো এক বেদনাদায়ক অজানা সত্য একটি ছবির মাধ্যমে প্রকাশের জন্য ধন্যবাদ জানান।তবে কিছু মানুষ এই ছবিটিকে মুসলিম বিদ্বেষী হিসেবেও বিবেচনা করছে। আর এসবের মধ্যে হঠাৎই নেটদুনিয়া জুড়ে ভাইরাল হয়ে যায় বিবেক অগ্নিহোত্রীর একটি পুরনো পোস্ট ( Vivek Agnihotri reading Namaz ) ।

সম্প্রতি টুইটারে ভাইরাল হয়ে যায় বিবেক অগ্নিহোত্রীর অনেক পুরনো একটি ছবি।২০১২ সালে বিবেক অগ্নিহোত্রী নিজেই সেই ছবিটি পোস্ট করেন। সেই ছবিটিতে বিবেককে মুম্বাইয়ের জামে মসজিদের সামনে নামাজ পড়তে দেখা যায় ( Vivek Agnihotri reading Namaz ) , তাঁর পরনে একটি কালো কুর্তা এবং মাথায় একটি সাদা টুপিও ছিল।২০১২ সালে বিবেকের এই ছবিটি এখনও তার টুইটার হ্যান্ডেলে রয়েছে। আর এই নিয়েই কেউ কটু মন্তব্য করে তাকে ট্রোল করছেন, আবার কেউ কেউ তার সমর্থনে এগিয়ে এসেছেন।

অনেক টুইটার ব্যবহারকারীরা তার সেই ছবিতে তীর্যক মন্তব্য করে বলছেন ২০১২ সাল পর্যন্ত বিবেক মসজিদে নামাজ পড়েই নিরাপদ বোধ করতেন। তবে এখন কি তিনি আর নামাজ পড়ে নিরাপদ বোধ করেন না? অনেকে আবার তাকে সার্থপর এবং সুযোগসন্ধানীও বলেছেন।তবে অনেক টুইটার ব্যবহারকারীরা বিবেককে সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ কাশ্মীরি পণ্ডিতদের ত্যাগের কথা বলে, রয়েছে মর্মান্তিক কাটাছেঁড়া

তবে এতকিছুর মধ্যেও ছবির সাফল্য বা জনপ্রিয়তায় কোনোপ্রকার নেতিবাচক প্রভাব পড়েনি।বরং মুক্তির দিনেই বক্স অফিস জুড়ে রমরমিয়ে চলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং মুক্তির পাঁচদিন পরেও ছবির সাফল্যে বিন্দুমাত্র ভাটা পড়েনি।প্রথম দিনেই প্রায় সাড়ে ৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবিটি।এমনকি এইধরনের ছবি পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকেও প্রশংসিত হয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

আরও পড়ুন: Child Violence: সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুন, পরপর এনকাউন্টারে মৃত দুই ধর্ষক




Leave a Reply

Back to top button