এই আগস্টে বাম্পার হিট ওটিটি(OTT), বিনামূল্যে একগুচ্ছ সিনেমা সিরিজ হাতের মুঠোয় দর্শকদের, চোখ বুলিয়ে ফেলুন সিরিজে তালিকাটি

এই আগস্টে ওটিটি(OTT )প্রেমীদের জন্য সুখবর , বিনামূল্যে আসতে চলেছে বেশ কিছু ভিন্ন স্বাদের ওটিটি চমকপ্রদ সিরিজ গুলি কি কি চলুন জানা যাক।

OTT Webseries and Movie 2023: ২০২০ সালের লকডাউনের সময় থেকেই ওটিটি (OTT ) প্লাটফর্ম ক্রমশ জনপ্রিয় হতে থাকে। এখন লকডাউন উঠে গেলেও ওটিটিতে সিনেমা (Movie )দেখার জনপ্রিয়তা কমেনি, বরং সিনেমা হলের থেকে ওটিটিতে (OTT ) সিনেমা দেখা এখন বেশিরভাগ মানুষই বেছে নিচ্ছে। বর্তমানে সিনেমার থেকেও বেশি জনপ্রিয় হলো ওটিটি প্লাটফর্মের ওয়েব সিরিজ। সম্প্রতি বিভিন্ন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা সিনেমা ছেড়ে ওয়েব সিরিজে (Web Series) অভিনয় করা শুরু করেছেন। তাই আগস্ট (August) মাসে ওটিটি (OTT ) প্ল্যাটফর্মগুলো কি কি নতুন চমক আনতে চলেছে সেই তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

তালি (Taali)- মিস ইউনিভার্স সুস্মিতা সেন(Susmita Sen)এবারের দর্শকদের তাক লাগাতে বড় পর্দায় আসতে চলেছে সম্পূর্ণ এক নতুন বিস্ময়কর রূপে। তিনি এবারে অভিনয় করতে চলেছেন রূপান্তরকামী সমাজকর্মী শ্রীগৌরি সাওয়ান্তের বায়োপিকে। সম্প্রতি সেই সিনেমার নাম ‘তালি’ প্রকাশ্যে আসে। এই সিরিজের প্রথম ঝলকটি জিও সিনেমাতে(Jio Cinema)সম্পূর্ণ বিনামূল্যে প্রকাশিত হবে স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ ই আগস্টে। এই সিরিজটির অপেক্ষায় বেশ উত্তেজিত হয়ে রয়েছে দর্শকরা।

OTT,Web Series,Movie,Bollywood
Taali

মেড ইন হেভেন ২ (Made In Heaven 2)- ‘মেড ইন হেভেন’ সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল ২০১৯ সালে। এরপর ২০ জনপ্রিয়তা লাভ করে এই সিরিজ । প্রায় চার বছর পর আবার আসতে চলেছে এই সিরিজের দ্বিতীয় পর্ব। (second season) এরপর কেটে গিয়েছে ৪ বছর। দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১০ই আগস্ট অ্যামাজন প্রাইমে প্রকাশিত হতে চলেছে ‘মেড ইন হেভেন’ ২ ।

OTT,Web Series,Movie,Bollywood
Made in heaven 2

হার্ট অফ স্টোন (Heart of Stone)- বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এই ছবির হাত ধরে হলিউডে পা রেখেছেন । জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট গ্যাল গ্যাডটের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছে,  হারপার পরিচালিত এই স্পাই থ্রিলার সিনেমায়। এই সিনেমাটি সমস্ত দর্শকদের তাক লাগাতে নেট নেটফ্লিক্স এ চলে আসছে আগামী ১১ই আগস্ট।

OTT,Web Series,Movie,Bollywood
Heart of Stone

গানস অ্যান্ড গুলাবস (Guns & Gulaabs)- ‘গানস অ্যান্ড গুলাবস’ হল দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালকদ্বয় রাজ অ্যান্ড ডিকের নতুন ওয়েব সিরিজ। রাজকুমার রাও, দুলকির সলমন এবং আদর্শ গৌরব মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ক্রাইম-কমেডি-থ্রিলার ঘরানার এই সিরিজে । আবার দর্শকদের এক ভিন্ন সাথে সিরিজের সাক্ষী রাখতে এই ছবিটি প্রকাশিত হতে চলেছে ১৮ই আগস্ট।

OTT,Web Series,Movie,Bollywood
Guns – Gulaabs

অর্থাৎ আগস্ট মাসে ভিন্ন স্বাদের বেশ কিছু ওয়েব সিরিজের ঝড় উঠতে চলেছে দর্শকদের জন্য। ওয়েব সিরিজ প্রেমীদের জন্যে এই আগস্ট মাস হতে চলেছে টানটান উত্তেজনাপূর্ণ মাস ।

 

 




Leave a Reply

Back to top button