বিয়ের পর থেকে প্রায় বন্ধ সিনেমা! বচ্চন পরিবারে বিয়ে করেই কি শেষ জীবন, প্রশ্ন নেটিজেনদের

ভারতের বিনোদন জগতে একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐশ্বর্য্য রায় বচ্চন ( Aiswarya Ray Bachchan ) । তার কর্মজীবনের শুরু থেকেই তিনি ছিলেন একজন প্রথম সারির অভিনেত্রী। রূপে-গুণে কোন তুলনায় ছিল না তার। তার রূপের দ্বারা মুগ্ধ হয়নি এমন মানুষের বলতে গেলে দেখাই মেলে না। তার অসামান্য প্রতিভার দ্বারা তিনি সর্বদাই বলিউডে একপ্রকার রাজত্ব করে এসেছেন। তবে সম্প্রতি কোন প্রকার ছবিতেই দেখা মিলছে না ঐশ্বর্য্য-র। কিন্তু ঠিক কী কারণে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন ঐশ্বর্য্য?
বি-টাউনের নামকরা অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন ঐশ্বর্য্য রায় বচ্চন। শুধু তাই নয় বলিউড ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি। তবে ইতিমধ্যে কোন প্রকার ছবিতে কাজ করছেন না বচ্চন পত্নী। তবে কাজের অভাবে তার জীবন থেকে বিলাসিতা বিন্দুমাত্রও কমে যায়নি। কেননা ঐশ্বর্য্য রায়ের উপার্জনের একটি বড় অংশ এখন ব্র্যান্ড অনুমোদন থেকেই আসে। এছাড়াও বিভিন্ন ধরনের ব্যবসায় বিনিয়োগ এবং রিয়েল এস্টেট সম্পত্তি থেকেও বেশ ভালো উপার্জন হয় ঐশ্বর্য্য রায় বচ্চনের।
সম্প্রতি একটি ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে, ঐশ্বর্য্য রায় বচ্চন প্রায় ৭৭৬ কোটি টাকার মালিক। সকলেই ভাবেন তিনি হয়তো একজন বড় মাপের অভিনেত্রী। কিন্তু অভিনয়ের পাশাপাশি তিনি একজন বুদ্ধিমত্তা ব্যবসায়ীও বটে। এমনকি অনেক কোম্পানিতে বিনিয়োগও করেছেন অভিনেত্রী। এর মধ্যে একটি কোম্পানি হল অ্যাম্বি যা একটি পরিবেশগত স্টার্টআপ কোম্পানি। সম্প্রতি জানা গেছে তিনি এই বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপে এক কোটি টাকা বিনিয়োগ করেছেন।
ঐশ্বর্য্য রায় বচ্চন শুধুমাত্র ভারতেই নয়, আন্তর্জাতিকভাবেও কিছু বড় ব্র্যান্ডের মুখ। বছরের পর বছর ধরে, অভিনেত্রী ল’অরিয়াল এবং এক বিলাসবহুল ঘড়ি কোম্পানি লঙ্গিনসের সাথে যুক্ত ছিলেন। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে ঐশ্বর্য্যর আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে এই অভিনেত্রী বছরে প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা আয় করেন। এছাড়াও বছরের পর বছর ধরে তিনি লাক্স, কোকা-কোলা, পেপসি, টাইটান ঘড়ি, ল্যাকমে কসমেটিকস, ক্যাডবেরি, ফুজি ফিল্মস, কল্যাণ জুয়েলার্সের মতো অনেক ব্র্যান্ডের সাথেও যুক্ত ছিলেন।
প্রসঙ্গত কাজের অভাবে কখনোই বিলাসবহুল জীবন থেকে বেরিয়ে আসেন নি ঐশ্বর্য্য। তার গাড়ির কালেকশন দেখেও তার বিলাসবহুল জীবনের পরিচয় পাওয়া যায়। অভিনেত্রী বিলাসবহুল গাড়ি খুবই পছন্দ করেন। তার গাড়ি সংগ্রহের তালিকার মধ্যে রয়েছে ৭.৯৫ কোটি টাকার রোলস রয়েস ১.৬০ কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ এবং একটি অডি এ এইট এল।