“বাহুবলীখ্যত” প্রভাসের বিয়ে নিয়ে কি বললেন জ্যোতিষী,এবছর বসতে চলেছেন বিয়ের পিড়িতে

বাহুবলী’র হাত ধরে উঠে আসা প্রভাসকে ( Prabhas ) কে না জানে। সারা ভারতের ক্রাশ এখন প্রভাস। দক্ষিনী এই সুপারস্টারকে নিয়ে মেয়েদের মধ্যে জল্পনা কল্পনার শেষ নেই। বাহুবলী ছবিতে অভিনয় করে সারা দেশে ঝড় বইয়ে দিয়েছিল প্রভাস। প্রভাসের অভিনয় দক্ষতা ইতিমধ্যেই দর্শকেরা আন্দাজ করতে পেরেছেন। শুধু তাই নয় তার ( Prabhas ) বিশাল সংখ্যক মেয়ে ফ্যানদের সুপার ক্রাশ তিনি। তাঁকে ঘিরে উন্মাদনার শেষ নেই। মাঝে মাঝেই প্রভাসের বিয়ের গুঞ্জন শোনা যায় । তবে সেগুলো আবার চাপাও পড়ে যায়। বাহুবলীর ( Prabhas ) নায়িকা অনুশকার সাথেও প্রভাসের নাম বহুবার জড়িয়েছে। তাদের বিয়ের গুঞ্জনের রেশ উঠেছিল বহুবার।

আরও পড়ুন……দক্ষিণী ছবিতেই চলছে বলিউড, নতুন সিনেমা নিয়ে মাঠে নামছেন ঋত্বিক, রণবীররা

সবার প্রশ্ন কবে বিয়ে করতে চলেছেন এই হার্টথ্রব অভিনেতা। সকলেই জানতে চায় তার বিয়ে নিয়ে পরিকল্পনা। তিনি এ বিষয়ে বেশ স্পষ্ট করে কথা বলেন। সম্প্রতি “রাধে শ্যাম” সিনেমার ট্রেলর লঞ্চের সময় তিনি তার বিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে জানান যে, বাহুবলীর পরেই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন । কিন্তু নিজের কিছু ব্যক্তিগত কারনবশত বিয়ে করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। বাড়িতে অবশ্য এ বিষয়ে তার মা সচারচর কথা বলেন বলে তিনি জানিয়েছেন।

প্রভাসের ( Prabhas )  বিয়ে নিয়ে বহু জ্যোতিষী বহু ভবিষ্যৎবানী করেছেন। সেগুলো বেশ ভাইরালও হয়। নেটিজেনরাও বেশ মজা করে সেগুলো উপভোগ করে। এবার এরকমই ভবিষ্যৎবানী করেছেন আচার্য বিনোদ কুমার। তার মতে এবছরই বিয়ের পিড়িতে বসবেন প্রভাস। খুব শীঘ্রই বিয়ের সানাই বেজে উঠবে। বিনোদ কুমারের এই বানী সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মুখে মুখে ঘুরছে।

 "বাহুবলীখ্যত" প্রভাসের বিয়ে নিয়ে কি বললেন জ্যোতিষী,এবছর বসতে চলেছেন বিয়ের পিড়িতে

আরও পড়ুন….Russia-Ukraine War : চার্নোবিলের থেকেও বেশি ধামাকা করতে পারে ইউক্রেনের পারমানবিক প্লান্ট, জেনে নিন এই প্লান্টের ইতিহাস

সম্প্রতি সামনেই মুক্তি পেতে চলেছে প্রভাসের ( Prabhas ) নতুন সিনেমা “রাধে শ্যাম” ( Radhe Shyam )। এখন অভিনেতা বিয়ে করছেন কিনা জানি না তবে হাঁ খুব ঘটা করে ছবির প্রচার করছেন। প্রভাস বার কয়েকবার সংবাদমাধ্যমে জানান তিনি ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। খুব শীঘ্রই মুক্তির অপেক্ষায় “রাধে শ্যাম”।




Leave a Reply

Back to top button