সব ‛নেপটিজমের প্রোডাক্ট’! বাবার টাকার জোরেই বলিউডে পা রাখছেন এই স্টার কিডরা

মন্টি শীল, কলকাতা : বলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম দুনিয়া। সম্প্রতি এই বলিউড বিভিন্ন বিষয়ে, বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। যার অন্যতম কারণ হল খোদ বলিউডের স্টার কিডরা (Star Kid)। কারণ, ইদানিং বেশ কিছু দিন যাবত বলিউডের কিছু কিছু তারকা সন্তানরা তাদের বিতর্কিত জীবনযাপনের দরুন খবরের শিরোনামে এসেছেন। এমনকি বিভিন্ন মহল থেকেও এসেছে ভিন্ন ভিন্ন রকমের সমালোচনা। তবে জানা গিয়েছে, এমন কিছু কিছু স্টারকিডরা রয়েছেন যারা খুব শীঘ্রই বড়পর্দায় নিজেদের অভিষেক করতে চলেছেন (Bollywood Debut)। এমনকি তালিকা ভুক্ত হতে চলেছেন বিনোদন জগতের তাবড় তাবড় অভিনেতাদের নামের সঙ্গে। তবে এক নজরে দেখে নিন বলিউডের সেই তারকা সন্তানদের।

• সুহানা খান

15c22
বলিউডের স্টার কিডদের সম্পর্কে আলোচনা শুরু হলেই প্রথম যার নামটি উঠে আসে তিনি হলেন সুহানা খান (Suhana Khan)। বলিউড বাদশাহ শাহরুখ খান এর কন্যা সুহানা-র বলিউড অভিষেককে কেন্দ্র করে বিভিন্ন মহলে বেশ কিছু দিন যাবত আলোচনা চলছে। তবে হয়তো খুব শীঘ্রই এই আলোচনা শেষ হতে চলেছে, কারণ খুব শীঘ্রই বলিউডে নিজের অভিষেক করতে চলেছেন সুহানা। জানা গিয়েছে, বলিউডের জনপ্রিয় পরিচালক জোয়া আখতার-এর নির্মিত ‘দ্য আর্চিস’-এ অভিনয় করতে দেখা যাবে শাহরুখ কন্যাকে।

• খুশি কাপুর

15c23
বলিউডের জনপ্রিয় প্রযোজক বনি কাপুর ও অভিনেত্রী শ্রীদেবী-এর কন্যা খুশি কাপুর (Khushi Kapoor) খুব শীঘ্রই বড় পর্দায় নিজের অভিষেক করতে চলেছেন। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে অতিব জনপ্রিয় এই বলিউড স্টারকিড এর কাছে ইতিমধ্যেই একাধিক সিনেমার অফার এসে পৌছেছে। তবে শোনা যাচ্ছে, খুশি কাপুর তার বলিউড অভিষেক করতে চলেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক জোয়া আখতার-এর নির্মিত ‘দ্য আর্চিস’ থেকে। জানা গিয়েছে, এই কমিক সিরিজে খুশিকে দেখা যেতে পারে এক বিশেষ চরিত্রে।

• অগস্ত্য নন্দা

15c24
বলিউডের এক অন্যতম স্টার কিড হিসেবে পরিচিত অগস্ত্য নন্দা (Agastya Nanda) বলিউড বিগ-বি অমিতাভ বচ্চন-এর নাতি হিসেবে পরিচিত। জানা গিয়েছে, স্টার কিড অগস্ত্য খুব শীঘ্রই বলিউডের জগতে নিজের অভিষেক করতে চলেছেন। আর জানা গিয়েছে, তারকা অগস্ত্য-ও তার অভিষেক করতে চলেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক জোয়া আখতার-এর নির্মিত ‘দ্য আর্চিস’ থেকে। শোনা গিয়েছে, এই সিরিজে তাকে দেখা যেতে পারে ‘আর্চিস’ এর ভূমিকাতে।

• ইব্রাহিম আলি খান

15c25
বলিউডের এক অন্যতম জনপ্রিয় তারকা সন্তান হিসেবে পরিচিত সইফ আলি খান এর পুত্র ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। জানা গিয়েছে, বলিউডের এই তারকা সন্তান বলিউডের আসন্ন সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহিনী’-তে একজন সহ পরিচালকের ভূমিকায় কাজ করছেন। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই তারকা সন্তানও অভিনয় জগতে নিজের অভিষেক করতে চলেছেন।




Leave a Reply

Back to top button