তৃপ্তি দিমরি ভারতের নতুন ক্রাশ, জানুন কে এই অভিনেত্রী

অ্যানিমেল থেকে ভাইরাল বোল্ড সিন

২০১৭ সাল তখন। বলিউড কমেডি সিনেমা ‘পোস্টার বয়েজ’ রিলিজ করে। সেখানে সাইড রোলে অভিনয় করতে দেখা যায় এক নতুন মুখমণ্ডলীকে। সেই সিনেমার পরপর কোনও মুখ্য চরিত্রে আর অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। একেবারে একবছরের গ্যাপ। তারপরই মুক্তি পায় ‘লায়লা-মাজনু’ (Laila-Majnu)। মুখ্য চরিত্রে অভিনয়ে মন জিতে নেন তৃপ্তি দিমরি (Tripti Dimri)। হ্যাঁ। তিনি এখন জাতীয় ক্রাশ। তবে লায়লা-মাজনুর পর তিনি নজর কেড়েছিলেন নেটফ্লিক্স-এর (netflix) বুলবুল (Bulbull)এর মাধ্যমে। সেখানে হিরো-ভিলেইন উভয়ই যেন তিনি। অসাধারণ অভিনয়, ও সাবলীল মেকআপ তাঁকে করে তুলেছিল অতুলনীয়। এরপর আর থেমে থাকতে হয়নি তাঁকে। একের পর এক প্রোডাক্ট মডেলিং, শ্যুটে তাঁকে দেখা যায়। কালা (Qala) তেও নাম অর্জন করেছিলেন তিনি।

Tripti Dimri,Animal movie,Ranbir Kapoor,Rashmika Mandanna,Bollywood,intimate scene,Tripti intimate scene,Trimti dimri animal,Ranbir Kapoor Animal,Sandip Reddy Bhanga
সৌজন্যে: ইনস্টাগ্রাম (তৃপ্তি দিমরি)

তবে যেখান থেকে তাঁর ‘টার্নিং পয়েন্ট’ সেটা হল ‘অ্যানিমেল’ (Animal) সিনেমা থেকে। রণবীর কাপুর (Ranbir Kapoor) এর সঙ্গে বেড সিন ভাইরাল হতেই এখন জাতীয় ক্রাশ তিনি। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী এখন ‘বোল্ড’ সিনের জন্য নাম কুড়িয়েছেন। কী এমন ছিল সেই সিনে? সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandip Reddy Bhanga) বরাবরই পুরুষতান্ত্রিক সিনেমা করে চর্চায় থেকেছেন। ‘কবীর সিং’ (Kabir Singh) এর পর এই ‘অ্যানিমেল’ (Animal) উভয়েরই মুখ্য চরিত্রকে ‘মিসোজিনিস্টিক’ (Misogynistic) তকমা দিয়েছে নেটমহল। সেই তকমাকে সসম্মানে নিয়েই এই সিনেমা। এক সিনে তৃপ্তির চরিত্রকে রনবীরের প্রতি ভালোবাসা প্রমাণ করার জন্য তাঁর জুতো চাটতে বলা হয়। এরপর বেশকিছু ‘হাফ-ন্যুড’ (Half-Nude) অবতারে দেখা যায় তৃপ্তিকে। রয়েছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে ইন্টিমেট সিনও (Intimate Scene)। ববি দেওয়ল (Bobby Deol), অনিল কাপুর (Anil Kapoor), রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) পাশে তৃপ্তির স্ক্রিনটাইম কম হলেও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছেন তিনি। সেই ‘স্টিমি’ (Steamy) ছবি ও ভিডিও ফুটেজ এখন ঘোরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ার কোণে কোণে।

১৯৯৪ সালের ২৩ ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডে জন্ম তৃপ্তির। ২০২১ সালে ফোর্বস এশিয়া (Forbes Asia) থার্টি আন্ডার থার্টি (Thirty under Thirty) লিস্টে ছিল তাঁর নাম। এছাড়াও তিনি বাগিয়েছিলেন ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড (Filmfare OTT Award)। অ্যানিমেল (Animal) ছবিতে মুখ্য চরিত্রে রণবীর কাপূঢ় এবং রশ্মিকা মান্দানা থাকলেও সকলের মাঝে তৃপ্তির রোল দাগ কেটেছে। তবে অনেক ভারতীয় রিভিউয়ারদের মতে, তিনি আরেকটু বেশি স্ক্রীন টাইম (Screen Time) পেলে মন্দ হত না। এরপর হয়ত তাঁকে ফের মুখ্য চরিত্রে দেখার খিদে বেড়ে যাবে অনুরাগীদের, এমনটাই মনে করছেন রিভিউয়ারদের একাংশ। ইনস্টাগ্রামেও (Instagram) প্রায় ১০ লক্ষের কাছাকাছি ফলোওয়ার এই অভিনেত্রীর। এখন ‘নতুন জাতীয় ক্রাশ’ এর নতুন সিনেমার অপেক্ষায় দিন গুনছেন তাঁর লক্ষ লক্ষ ফ্যান।




Leave a Reply

Back to top button