নিজের বায়োপিকের প্রধান চরিত্রে কাকে দেখতে চান? খোলসা করলেন খোদ সৌরভ গাঙ্গুলী

পর্দায় নিজের চরিত্রে কাকে মানাবে? শিলমোহর দিলেন দাদা।

পূর্বাশা, হুগলি: বড় পর্দায় আসছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। কানাঘুষো শোনার পর থেকেই ক্রীড়া প্রেমী মানুষের মধ্যে জাগছিল উদ্দীপনা।বায়োপিকে
দাদার চরিত্রে কে থাকবেন, তা নিয়েও চলছিল আলোচনা। সামনে আসে একের পর এক বলি অভিনেতার নাম। কিন্তু এঁদের মধ্যে সবচেয়ে বেশি মানাবে কাকে? বেছে নিলেন স্বয়ং দাদা নিজেই।

Indian Cricket,Movie,Biopic,Sourav Ganguly

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি তাঁর নিজ চরিত্রে দেখতে চান বলিউডের এক প্রখ্যাত তারকাকে। যাকে নিয়ে প্রথম থেকেই চলছে জল্পনা কল্পনা। জানা যাচ্ছিল, বলি তারকা আয়ুষমান খুরানা বড় পর্দায় সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করবেন। এ বিষয়ে সম্প্রতি দাদাকে প্রশ্ন করা হলে জল্পনায় শিলমোহর দিলেন সৌরভ গাঙ্গুলী। সূত্রের খবর, অভিনেতার সঙ্গে বায়োপিক সম্বন্ধে কথা হয়ে গিয়েছে। ছবির চিত্রনাট্য লেখার কাজও এগিয়েছে অনেকটা।

Indian Cricket,Movie,Biopic,Sourav Ganguly

যদিও খানিকটা ধোঁয়াশা রেখেছেন দাদা। সংবাদ মাধ্যমের সামনে তাঁর বক্তব্য, “শুনেছি আয়ুষমান খুরানা আমার চরিত্রে অভিনয় করতে চলেছেন।”
তবে এ বিষয়ে তিনি এখনও নিশ্চিত নন বলেই জানান। অতি শীঘ্রই এ বিষয়ে কথা বলবেন বলে জানান সৌরভ গাঙ্গুলী।




Leave a Reply

Back to top button