BTS New Record : ঝুলিতে ফের নতুন সাফল্য, খুশিতে উৎফুল্ল বিটিএস আর্মি

বিক্রম মণ্ডল, কলকাতা : অতি জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস (BTS)এর সাফল্যের সারিতে নতুন তিন রেকর্ডের হাতছানি। সারা বিশ্বব্যাপী এই পপ ব্যান্ড বিটিএস(BTS New Record) এর জনপ্রিয়তার মাপকাঠি দিন দিন বেড়েই চলেছে। আর তারই ফলস্বরূপ এই নতুন তিন সোশ্যাল মিডিয়ার রেকর্ড।  

বিখ্যাত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনষ্টাগ্রামে(Social Media App Instagram) সর্বাধিক ফলোয়ার এর রেকর্ড বিটিএস (BTS) এর সাফল্যর বড় প্রমাণ। এই জন্য বিটিএস (BTS New Record) এর সম্পূর্ণ টিম বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল ‘বিটিএস আর্মি’ (BTS Army) তথা বিটিএস (BTS New Record) ভক্তদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই চমকপ্রদ খবর প্রকাশ করা হয়েছে।বর্তমানে ইনষ্টাগ্রামে (Instagram)একক মিউজিক ব্যান্ড হিসেবে বিটিএস এর রেকর্ড ফলোয়ার সংখ্যা প্রায় ৬০,১৫১,৯৫৯। গতবছর এপ্রিল মাসের ফলোয়ার সংখ্যার রেকর্ড ছিল ৪০,২২০,২২৬, আর বর্তমানে নিজেদের সেই রেকর্ড নিজেরাই ভেঙে ফেললেন।   

BTS New Recordবাকি দুই রেকর্ডের মূল কাণ্ডারি ‘ভি’ (V)। জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস (BTS) এর অন্যতম সদস্য এই ভি। গত বছর ডিসেম্বর মাসে ইনষ্টাগ্রামে সবথেকে দ্রুত মাত্র ৪৩ মিনিটের মধ্যে ১ মিলিয়ন ফলোয়ার এর গণ্ডি পার করেন তিনি। আরও চমকপ্রদ, সবচেয়ে কম সময়ে মাত্র ৪ ঘণ্টা ৫২ মিনিটের মধ্যে ১০ মিলিয়ন  ইনষ্টাগ্রাম ফলোয়ার এর মাইলস্টোন পার করেন।  

রেকর্ডের এই শেষ নয়। বিখ্যাত সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ও টুইটার জুড়ে ও বিটিএস রাজ। টিকটকে রেকর্ড ফলোয়ার সংখ্যা প্রায় ৪৫.৭ মিলিয়ন ও টুইটারে ফলোয়ার সংখ্যা প্রায় ৪৪,১৬৭,০৫৯।সব সোশ্যাল মিডিয়া জুড়ে যেন বিটিএস ঝড়, তা আর নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না।  বর্তমানে বিটিএস এর ঝুড়িতে ২৫ টির ও বেশি গিনেস বিশ্ব রেকর্ড, যা এক নতুন ধরনের সঙ্গীত স্বাদের বাড়বাড়ন্তকে প্রশ্রয় দেয়। বিলবোর্ডের সেরা গানের তকমা যেন বিটিএস এর কাছে প্রাণের স্পন্দন।   

সম্প্রতি বিটিএস (BTS New Record) এর ‘বাটার’ গানটি বিলবোর্ডের গানের শ্রেণিতে ১৮ সপ্তাহের জন্য এক নম্বরে ছিল, যা এককথায় বিশ্বজুড়ে বিটিএস এর গানের জনপ্রিয়তাকেই তুলে ধরে। সম্প্রতি বিলবোর্ডে সবচেয়ে বেশি সপ্তাহজুড়ে সেরা গানের তকমা পাওয়া বিটিএস ভবিষ্যতে নিজের রেকর্ড নিজে ভাঙতেই উদ্যত। বিটিএস এর বিখ্যাত পরিবেশনা ‘Sultry number Blood Sweat & Tears’ গানটি সম্প্রতি ব্রিটিশ ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি এর তরফ থেকে স্বীকৃতি স্বরূপ রূপোর পদক পেয়েছে যা তাদের কাছে এগিয়ে যাবার অনুপ্রেরণা। বিশ্বজুড়ে বিটিএস আর্মি যে সেই আরও সুন্দর পরিবেশনা পাওয়ার অপেক্ষায়, তা আর নতুন করে বলে দিতে হয় না।

আরও পড়ুন ট্রোলের শিকার সানি লিওন, জবাবে ধুয়ে দিলেন নেটিজেনদের

আরও পড়ুন রুশ হামলার মাঝে পড়ে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া, এ যেন বারংবার মোদীকে পুতিনের চোখ রাঙানি




Leave a Reply

Back to top button