জনপ্রিয় টিভি সিরিয়ালের গান এমনকি সুর ও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কি জানতেন পড়ে নিন
রাজ্য প্রশাসনের মাথা তিনি। সারাদিনে হাজার ব্যস্ততা। তার পরেও নিজের শিল্প-সত্তাকে বাঁচিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কবিতা ও আকার কথা আমরা সবাই জানি। তবে তিনি বাংলা ধারাবাহিক সিরিয়ালের গান লিখেছেন সে কথা কি জানতেন।

শুভঙ্কর, কলকাতা:একই অঙ্গে শত রূপে। এক হাতে যেমন সামলাচ্ছেন রাজ্যের দায়-দায়িত্ব, তেমনই নিজের শিল্পীত্তাকেও বাঁচিয়ে রাখছেন। তিনি কবিতা লেখেন এমনকি গানের সুর দেন। বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে। তিনি আর কেউ নন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা কবিতা আঁকা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাধ্যমে বেশ ভাইরাল হয়। এমনকি তিনি নাকি স্টার জলসায় একাধিক বাংলা সিরিয়ালের টাইটেল সংও লিখেছেন। কি শুনে অবাক হলেন তো। কিন্তু এটাই সত্যি। ইনি হাজার ব্যস্ততার মাঝেও নিজের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখেন। তিনি যে একটু সিরিয়াল প্রেমী সেটা বারবারই নিজের মুখেই স্বীকার করেন। তবে তিনি শুধু নিতান্তই দর্শক তা নন, সিরিয়াল ইন্ডাস্ট্রির ক্রিয়েটিভ অংশেও তিনি যুক্ত। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে টেলি একাডেমি অ্যাওয়ার্ড শো। সেখানে মুখ্যমন্ত্রী সকল কৃতি শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন। শুধু যে কৃতি শিল্পী পুরস্কার পেয়েছেন তেমনটা নয়, মুখমন্ত্রীর নিজেও বিভিন্ন বাংলা সিরিয়ালের সুরকার হিসেবে পুরস্কার পেয়েছেন।
এই মঞ্চেই মুখমন্ত্রীর গলায় শোনা যায় জনপ্রিয় সিরিয়াল গুলির নাম। যেখানে তিনি গরগড়িয়ে বলেছেন ‘অনুরাগের ছোঁয়া’ থেকে শুরু করে বাংলা মিডিয়াম সিরিয়ালের নাম। শুধু নামই বলেননি, সিরিয়ালের মূল বিষয়বস্তু কি সে সম্পর্কেও তিনি বলেন। এমনকি সেখানে কুট কাচালি একজনের তিনটি বিয়ের সে সব বলেও রসিকতা করেন। তিনি রসিকতার পাশাপাশি বাংলা সিরিয়ালের ইন্ডাস্ট্রিদের কাছে আবেদন করেন, সিরিয়ালে অনেক অপরাধ মূলক দৃশ্য দেখানো হয়। সেগুলো মানুষ খুব সহজেই গ্রহণ করে। তাই অপরাধমূলক দৃশ্য দেখালে তার শাস্তিটা যেন দেখানো হয়। তাহলে আমাদের প্রশাসনও এর থেকে শিক্ষা নিতে পারবে। এদিনের মঞ্চে মুখ্যমন্ত্রীর হাত থেকে ‘জগধাত্রী’, ‘রামপ্রসাদ’ অনুরাগের ছোঁয়ার সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রী ও খুদে শিল্পীরা পুরস্কার পেয়েছেন। মুখ্যমন্ত্রীকেও আয়োজকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে ‘অনন্য টেলি সম্মান পুরস্কার।’ কারণ তিনি দেশের মাটি ও গুড্ডি সিরিয়ালের গান লিখেছেন।
স্টার জলসায় এই দুটি সিরিয়াল খুবই জনপ্রিয় ছিল। কিন্তু এই সিরিয়ালের শুধু গানই তিনি লেখেননি, এমনকি সুরও দিয়েছেন বলে জানা গেছে। আর এই কারণেই টেলি একাডেমি আওয়ার্স ২০২৩ এর মঞ্চে তিনি সম্মানিত হয়েছেন। তবে মুখ্যমন্ত্রী সেই পুরস্কার নিতে চাননি।