কিরণ প্রেমিকার গোপন ছবি ফাঁসের হুমকি সিনেবাপের! নারী সম্মানে টানাপোড়েনে তোলপাড় নেটপাড়া

অহেলিকা দও, কলকাতা : দাদাগিরি ( dadagiri ) এখন বেজায় বিতর্কের মুখে। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত ওই শোর মঞ্চে কিছুদিন আগেই বাংলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের দেখা গিয়েছে। শোতে আমন্ত্রণ জানানো হয়েছিল দ্যা বং গাই ( The bong guy vs Cinebap ) ওরফে কিরণ দত্তকে। উপস্থিত ছিলেন তালপাতার সেপাই খ্যাত প্রীতম দাস, ‘প্রেত কথা’ খ্যাত গৌরব তপাদার, দূর্বা দে, ঝিলম গুপ্তদের মতো কনটেন্ট ক্রিয়েটররা। ওই এপিসোডটি দেখে খুশি হয়েছিলেন দর্শকগণ। এখান থেকেই বিতর্কের সূত্রপাত। এবার প্রশ্ন, কী নিয়ে বিতর্ক?

শোতে কিরণ দত্ত ( The bong guy vs Cinebap ) সহ বেশ কিছুজনকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রথম আপত্তি তোলেন সিনেবাপ ওরফে মৃন্ময় দাস। তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ভিডিয়ো আপলোড করেন, যেখানে ‘দাদাগিরি’র প্রযোজকদের রোস্ট করার পাশাপাশি পরোক্ষে আমন্ত্রিত কনটেন্ট ক্রিয়েটরদেরও কটাক্ষ ছুড়ে দেন। উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের তুলনাও টানেন সিনেবাপ। ব্যাপারটা বড়ই জটিল লাগছে তো? তবে খোলসা করে বলা যাক।

the bong guy vs cinebap

সিনেবাপের ( The bong guy vs Cinebap ) দাবি ছিল, বাংলার বেশিরভাগ রিয়েলিটি শোতেই মূলত দক্ষিণবঙ্গের ক্রিয়েটারদের ডাকা হয়। এমনকী টলিউডেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল কনটেন্ট ক্রিয়েটরদেরই অগ্রাধিকার দেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি। তার কথায়, “আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বড় ফ্যান। যাওয়ার ইচ্ছে ছিল ‘দাদাগিরি’তে। কিন্তু, ডাকল না! আমাকে ডাকলে কি যেতাম না? দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গে অনেক ভালো ভালো কনটেন্ট ক্রিয়েটার রয়েছেন। ভাবছেন নিজের ঢাক নিজে পেটাচ্ছি? হ্যাঁ, পেটাতে হচ্ছে। কারণ, অন্য কেউ পেটায় না তো! আমাকে ডাকলে ‘দাদাগিরি’র TRP আরও একটু বাড়ত।” এছাড়াও সিনেবাপ ওরফে মৃন্ময় পপুলারিটি পেয়েছি দাদাগিরি থেকে সেখানে ডাকা হয়নি তাকেই এই নিয়ে ক্ষোভ তার।

সিনেবাপের ( The bong guy vs Cinebap ) এই ভিডিও প্রকাশ্যে আসার পর কিরণ দত্তের সঙ্গে তার পুরনো সমস্যা ফিরে এসেছে নেট পাড়ায়। অনেকে বলছেন, কিরণের সঙ্গে তিক্ত সম্পর্কের জন্য ওই ধরনের মন্তব্য করেছেন। যদিও সিনেবাপের অনুরাগীদের দাবি, জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরদের ডাকা উচিত ছিল।

স্যোশাল মিডিয়া জুড়ে চলছে দ্যা বং গাই ভার্সেস সিনেবাপ। সিনেবাপের কথায়, “আমি যদি রোস্ট করি, তাহলে কান থেকে তো রক্ত বেরবে। আমার ডিলিট করা পুরনো ভিডিয়ো তো আগেই দেখিয়ে দিয়েছ। ওগুলো আবার নতুন করে আপলোড করে কী লাভ?” তিনি আরও বলেন, “ওগুলো নিয়ে এমনিতেই আমি অনুতাপে ভুগি। সেগুলো আর দেখিয়ে কী হবে? তবে আমার কাছে কিন্তু তোমার আর তোমার সখীর অনেক ছবি আর ভিডিয়ো আছে। সেগুলো দেখিয়ে আমি রোস্ট করতে বসলে কিন্তু ব্যাপারটা আরও নোংরা দিকে যাবে কিন্তু।”

আরও পড়ুন…“তেল মাখালেই সুযোগ পাবেন দাদাগিরি’র মঞ্চে”, সৌরভ’কে ছোট করে বিস্ফোরক মন্তব্য কুণালের

দ্যা বং গাই আর সিনেবাপের লড়াই এখন তুঙ্গে। রবিবার কিরণ দত্তকে মিষ্টি সুরে হুমকি দিয়েছিলেন মৃন্ময় দাস। ২৪ ঘণ্টার মধ্যেই পালটা জবাব দিলেন কিরণ। মৃন্ময়কে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন, “বদ্দা তুমি ভদ্দর?” পাশাপাশি, বং গাই সিনেবাপকে এও মনে করিয়ে দেন যে কারও ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো পাবলিক করে দেওয়াটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে।

আরও পড়ুন…নুসরতের মায়া ভুলে নতুন সম্পর্কে নিখিল, নিজ মুখেই প্রকাশ প্রেমিকার নাম

এ লড়াইয়ের ঝড় কতদূর এগোবে তা এখন কেউ জানি না আমরা। তবে চাই বাংলা কমিউনিটি যান এভাবে বদনাম না হয়। এত ভেদাভেদ যান আর না হয়। হিন্দি ইউটিউবের মধ্যেও অমিত ভারানা এবং ভূবন বাম একে অপরকে সহ্য করতে পারে না তবে তারা স্যোশাল মিডিয়া জুড়ে লড়াই তৈরি করেননি। দেখা যাক এ জল আরও কতদূর পর্যন্ত গড়ায়।




Leave a Reply

Back to top button