গাঁটছড়াকে টেক্কা ‘টুম্পা অটোওয়ালি’র! প্রথম প্রোমোই কাড়লো দর্শকের মন

রিমা শিয়ালী,কলকাতা: বাংলা ধারাবাহিকের জগতে টিআরপির লড়াইয়ে এগিয়ে থাকবে কে? তা নিয়ে সর্বদাই বিভিন্ন ধারাবাহিকের মধ্যে লড়াই লেগেই রয়েছে। সকলেই চায় সেরার সেরা হতে। গতবছর টিআরপির লড়াইয়ে এগিয়ে ছিল জি বাংলার ধারাবাহিক মিঠাই। তবে নতুন বছরের শুরুতেই টিআরপির লড়াইয়ে মিঠাই কে হার মানিয়েছে স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া ( Gatchora ) । আর সেই থেকেই জি বাংলার মিঠাই ও ষ্টার জলসার গাঁটছড়ার (Gatchora) মধ্যে সেরা হওয়ার লড়াই লেগেই রয়েছে। তবে এখন সেই লড়াইয়ে হাজির হতে চলেছে নতুন ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’ (Tumpa Autowali) । কিন্তু ষ্টার জলসা বা জি বাংলা নয়, কালার্স বাংলায় ( Colors Bangla ) আসতে চলছে এই নতুন ধারাবাহিকটি।
বিগত কয়েক মাস ধরেই টেলিভিশনের বিভিন্ন চ্যানেলগুলিতে নতুন নতুন একাধিক ধারাবাহিক শুরু হয়েছে। ভিন্ন ভিন্ন কাহিনী নিয়ে তৈরি এই ধারাবাহিক গুলির মধ্যে অনেক ধারাবাহিকই আছে যেগুলি কম সময়ের মধ্যেও অনেক বেশী জনপ্রিয় হয়ে উঠেছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়ার ( Gatchora ) নাম এক্ষেত্রে নেওয়া যেতে পারে। এই বছরেই ধারাবাহিকটি ( Gatchora ) শুরু হলেও ১৪ সপ্তাহ ধরে টিআরপি লিস্টের শীর্ষস্থান অধিকার করে আছে স্টার জলসা খ্যাত গাঁটছড়া ( Gatchora ) ।আর এখন সেই টিআরপির লড়াইয়ে স্টার জলসাকে টেক্কা দিতেই কোমর বেঁধেছে কালার্স বাংলা ( Colors Bangla ) ।
ইতিমধ্যেই কালার্স বাংলার ( Colors Bangla ) সোশ্যাল মিডিয়া সাইটে ‘টুম্পা অটোওয়ালি’র ( Tumpa Autowali ) ছোট্ট একটা প্রোমো ভিডিও প্রকাশ পায়।যা দেখে বোঝা যাচ্ছে যে ধারাবাহিকটি ( Tumpa Autowali ) হতে চলছে নারীকেন্দ্রিক।একদিন আগে ধারাবাহিকটির ( Tumpa Autowali ) একটি অ্যানিমেটেড প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছিলো। ভিডিওতে অটো চালাতে দেখা গেছে এক মেয়েকে।অটোর পিছনে লেখা ছিল, ‘ইচ্ছা থাকলেই উপায় হয়’।আর এবার প্রকাশ্যে আসে আসল ট্রেলার।প্রথম ট্রেলার মুক্তি পেতেই দর্শকের মন কেড়েছে ধারাবাহিকটি ( Tumpa Autowali ) ।
আরও পড়ুন: ফের নেটপাড়ায় জোয়ার তুলেছে আরিয়ান-সুহানা, দেখে নিন সেই ভাইরাল ভিডিও
ভিডিওতে ( Tumpa Autowali ) দেখা গেছে টুপি পরে অটো চালাচ্ছে টুম্পা নামের একটি মেয়ে।অটো থেকে প্যাসেঞ্জার গন্তব্যে নামিয়ে দিয়েই সে বলছে, ‘আমি টুম্পা অটোওয়ালি,পৌঁছে দি টাইমলি’। তবে অটোচালানোর পাশাপাশি নিজের পড়াশোনাকেও সমানভাবে ধরে রেখেছে টুম্পা। প্যাসেঞ্জার নামিয়ে দিয়েই কলেজে যায় সে।জীবনের আঁকাবাঁকা পথ পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প নিয়ে কালার্স বাংলায় আসছে ( Colors Bangla ) ‘টুম্পা অটোওয়ালি’ ( Tumpa Autowali ) ।আর দর্শকরাও দিন গুনছে টেলিভিশনের পর্দায় ধারাবাহিকটি দেখার।
আরও পড়ুন: ধূলোকনা ধারাবাহিকে নতুন টুইস্ট, গল্পের মাঝেই হাজির ফুলঝুড়ির বাবা-মা